03/14/2025 স্যান্টনারের বোলিং তোপে ধরাশয়ী উইন্ডিজ
নট আউট ডেস্ক
১১ আগস্ট ২০২২ ২০:৫২
নট আউট ডেস্ক: সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে উইন্ডিজ মানেই অনন্য৷ তবে সম্প্রতি খুব একটা ভালো সময়ে দিন কাটাতে ব্যর্থ দলটি৷ ভারতের বিপক্ষে সিরিজ হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও হার ১৩ রানে৷
বুধবার কিংস্টনে প্রথমে ব্যাট করে ১৮৫ রান করে নিউজিল্যান্ড৷ জবাবে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ১৭২ রান করে উইন্ডিজ৷
নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের কিপ্টে বোলিং পার্থক্য গড়ে দিছে ম্যাচে৷ এই বোলার ৪ ওভারে ১৯ রান খরচে নিয়েছেন ৩ উইকেট৷ দলের বাকি চার বোলার ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি নিয়েছেন ১টি করে উইকেট।
বল হাতে তিন উইকেট ও ব্যাট হাতে চার রান নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন স্যান্টনার ৷
-নট আউট/এমআরএস