03/14/2025 আমিরাতের টি-টোয়েন্টি লিগে পোলার্ড, ব্রাভো
নট আউট ডেস্ক
১২ আগস্ট ২০২২ ০৪:২২
নট আউট ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি টূর্ণামেন্টে নাম লেখালেন কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও নিকোলাস পুরান৷
আমিরাতের এই লিগে আরও যোগ দিয়েছেন, শ্রীলঙ্কার দাসুন শানাকা, ইংল্যান্ডের অলি পোপ ও আফগানিস্তানের ফজলহক ফারুকি।
লিগে অংশ নেওয়া ছয় দল ইতমধ্যে চুক্তিবদ্ধ খেলোয়াড় চূড়ান্ত করে ফেলেছে৷ তবে কে কোন দলে তা এখনও প্রকাশ করা হয়নি৷
সবশেষ প্রতিযোগিতায় চুক্তি করা অন্যরা হলেন- উইল স্মিড, রেহান আহমেদ, জর্ডান থম্পসন, শেল্ডন কট্রেল, আন্দ্রে ফ্লেচার, টম কোহলার ক্যাডমোর, ব্যাস ডে লিডি, ক্রিস বেঞ্জামিন ও বিলাল খান।
প্রত্যেক দলের ১৮ জন খেলোয়াড়ের মধ্যে দুজন সহযোগী দেশ ও চারজন আমিরাতের হতে হবে। ছয় দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী জানুয়ারিতে। দুবাই, আবুধাবি ও শারজায় মোট ৩৪ ম্যাচ খেলা হবে।
-নট আউট/এমআরএস