03/15/2025 বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব
স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২২ ০৬:১৯
স্পেশাল করেসপন্ডেন্ট: উপায় ছিল না সাকিব আল হাসানের সামনে। বিসিবি বৃহস্পতিবার বিকেলে সাফ জানিয়ে দিয়েছিল বাংলাদেশের হয়ে খেলতে চাইলে বেটিং প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে। অগত্যা সন্ধা পার হতেই নরম হতে হলো সাকিবকে। আনুষ্ঠানিকভাবে বিসিবিতে চিঠি পাঠিয়েছেন তিনি। চুক্তি বাতিলের কাগজ পাঠানোর সঙ্গে ফেসবুকেও চুক্তির ঘোষণা সম্পর্কিত পোস্ট মুছে ফেলতে হবে তাকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তাই বাংলাদেশের হয়ে এশিয়া কাপে তার অংশ গ্রহণ নিয়ে আর সংশয় থাকছে না। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। আগামী ১২ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার। পরদিনই বাঁহাতি এ অলরাউন্ডারের সঙ্গে মিটিং করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবিকে না জানিয়ে এমন চুক্তি করার কারণ জানতে চাইবে বিসিবি। তাই সামনাসামনি এই ক্রিকেটারের সঙ্গে বসবেন বোর্ড সভাপতি।
আজ সংবাদমাধ্যমকে পাপন বলেছেন, ‘হ্যাঁ, আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসার কথা বলেছে।’
সাকিব ইস্যুর সমাধান হওয়ায় আগামীকাল এশিয়া কাপের জন্য বাংলাদেশ ঘোষণা করা হবে। এবং অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে এই বাঁহাতি অলরাউন্ডারকে।
-নট আউট/এমআরএস