03/14/2025 দেশে ফিরলো বাংলাদেশ দল
নট আউট ডেস্ক
১৩ আগস্ট ২০২২ ০৪:১০
নট আউট ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ১২ অগাস্ট (শুক্রবার) দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল৷
স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ওয়ানডে দল।
উইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে৷ প্রথম দুই ম্যাচেই পাঁচ উইকেটের হারের পর শেষ ম্যাচে ১০৫ রানে জয় পায় তামিমের দল৷
দীর্ঘ নয় বছরের রেকর্ড অক্ষুন্ন রাখতে ব্যর্থ হলেও নিজেদের ইতিহাসে ৪০০ তম ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর ২১ বছরের রেকর্ড ভাঙতে দেয়নি বাংলাদেশ৷ সেই ম্যাচে ম্যাচের নায়ক ছিলেন আফিফ হোসেন৷
-নট আউট/এমআরএস