03/14/2025 মধ্যরাতে দেশে ফিরছেন সাকিব
নট আউট ডেস্ক
১৩ আগস্ট ২০২২ ০৪:৪০
নট আউট ডেস্ক: বিসিবির কঠোরতার পর সাকিবের সিদ্ধান্তে ঘোলাটে উত্তাল পরিবেশ এখন বড্ড শান্ত৷ বাংলাদেশের পোস্টার বয় নিয়েছেন চুক্তি বাতিলের সিদ্ধান্ত৷ ফলে বিসিবিও তাকে আপন করে দিতে পারে এশিয়া কাপে নেতৃত্বের দায়িত্ব৷ আগামীকাল প্রকাশ পেতে পারে বাংলাদেশের এশিয়া কাপ দল৷ তার আগেই আজ মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব৷
বাংলাদেশ সময় রাত ২-৩ টার মধ্যে দেশে নামার কথা রয়েছে সাকিবের৷ আগামীকাল সকালে বিসিবি কর্তাদের সাথে মিটিং চূড়ান্ত৷ সেখানে বেটউইনারের সঙ্গে চুক্তির কারণ দর্শাতে হবে সাকিবকে।
সাকিবের কারন দর্শানোর মিটিংয়ে উপস্থিত থাকার কথা রয়েছে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন আর হাবিবুল বাশারের৷ এই মিটিং শেষে ঘোষণা হতে পারে এশিয়া কাপ স্কোয়াড৷
এশিয়া কাপ স্কোয়াডে সবচেয়ে বড় আলোচনার মধ্যে একটি মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গ৷ গুঞ্জন আছে বাদ পড়তে পারেন এই ডানহাতি ব্যাটার৷ তবে বিসিবির নির্ভরযোগ্য সূত্র মোতাবেক জানা গেছে বেটউইনার কাণ্ডের আগে সাকিবের সঙ্গে নেতৃত্বের আলোচনায় রিয়াদ-মুশফিক দুইজনকেই নিজের টি-টোয়েন্টি দলে চেয়েছেন তিনি ৷
-নট আউট/এমআরএস