03/14/2025 আইপিএলে শূন্য রানঃ রাজস্থান মালিকের চড় খেয়েছিলেন টেলর!
নট আউট ডেস্ক
১৪ আগস্ট ২০২২ ০৭:১১
নট আউট ডেস্ক: দিন দুয়েক আগে নিউজিল্যান্ড ক্রিকেটের বিরুদ্ধে প্রকাশ পেয়েছিল রস টেলরের বর্ণবাদের অভিযোগ৷ যা পুরো ক্রিকেট দুনিয়ায় বড় ধরনের হইচই ফেলেছিল ৷ এবার আইপিএলের দল রাজস্থান রয়্যালসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই ডানহাতি ব্যাটার৷
নিজের আত্মজীবনী ‘ব্ল্যাক এন্ড হোয়াইটে’ টেলর লিখেছেন, ২০১১ আইপিএল মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে শূণ্য রানে আউট হওয়ার পর ম্যাচ শেষে ওই ফ্র্যাঞ্চাইজি মালিক তাঁকে চড় মেরেছিলেন। তাও একবার নয়, তিন-চারবার। ঠিক কোন ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছেন, সেটা তিনি স্পষ্ট করেননি৷
টেলর বলেন, সেই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলছিল। আমাদের ১৯৫ রান করতে হত। আমি শূন্য রানে আউট হয়ে যাই। ওই ম্যাচটিতে আমরা লক্ষ্যের ধারেকাছে যেতে পারেনি।
টেলর আরও লিখেছেন, ম্যাচ শেষে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের সকলে একটি পানশালায় যাই। সেখানে শেন ওয়ার্নও ছিলেন। তখনই ফ্র্যাঞ্চাইজির এক মালিক এসে আমাকে বলেন, রস শূন্য রান করার জন্য তোমায় লক্ষ লক্ষ টাকা দেওয়া হয় না। এরপরই আমার গালে চড় মারে সে।”
টেলর যোগ করেছেন, ওই চড় খুব একটা জোরে তাঁকে মারা হয়নি। সবটা হাসতে হাসতেই হয়েছিল। কিন্তু, কোনও পেশাদার পরিবেশে এমনটা হয় বলে তাঁর মনে হয়নি৷
-নট আউট/এমআরএস