03/15/2025 ৪৫ বছরের ধারাভাষ্য ক্যারিয়ারের ইতি টানলেন চ্যাপেল
নট আউট ডেস্ক
১৬ আগস্ট ২০২২ ০৩:১৯
নট আউট ডেস্কঃ সাড়ে চার দশকের ধারাভাষ্যকার ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার হয়ে ৭৫ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলা চ্যাপেল খেলোয়াড়ি জীবনে নিজেকে নিয়ে গিয়েছিলেন কিংবদন্তির কাতারে। এরপর ধারাভাষ্যেও প্রশংসা কুড়িয়েছেন পুরো দুনিয়ার।
সিডনি মর্নিং হেরাল্ডকে চ্যাপেল নিজেই জানিয়েছেন যে, তিনি বেশ কিছুদিন ধরেই অবসর নেওয়ার কথা ভাবছিলেন। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে শারীরিক ধকল সামলানোটাও যে মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, সেটা বোঝা যায় তার কথায়।
চ্যাপেল বলেন, ‘কয়েক বছর আগে আমার ছোটখাটো একটা স্ট্রোক হয়েছিল। ভাগ্য ভালো যে, কিছু হয়নি। তবে এটা সবকিছুকে কঠিন করে তোলে। আমি বুঝতে পারি, এখানে সেখানে ঘুরে বেড়ানো, সিঁড়ি চড়া প্রভৃতি ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে।’
আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে ১৪ সেঞ্চুরি আর ২৬ অর্ধশতকসহ মোট রান ৫৩৪৫। এছাড়াও ওয়ানডেতে ৮ হাফসেঞ্চুরির ক্যারিয়ারে করেছেন ৬৭৩ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ২০ হাজার (১৯৬৮০) রান রয়েছে ইয়ান চ্যাপেলের। উইকেট নিয়েছেন ১৭৬টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২৭৭ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৫টি।
-নট আউট/এমআরএস