03/14/2025 উইন্ডিজ সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা, দেড় বছর পর দলে বোল্ট
নট আউট ডেস্ক
১৮ আগস্ট ২০২২ ০০:২৮
নট আউট ডেস্ক: নিউজিল্যান্ড ক্রিকেট দলের সবশেষ উইন্ডিজ সফর ছিল ২০১২ সালে৷ অর্থাৎ ১০ বছর পর আবারও দশটিতে সফর করছে কিউইরা৷ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ দেড় বছর পর একদিনের সংস্করণে ফিরলেন ট্রেন্ট বোল্ট৷
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এবারে সফরেও থাকছেন ২০১২ সালের সেই সফরে থাকা মার্টিন গাপটিল, কেইন উইলিয়ামসন, টম লাথাম, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট৷
বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে প্রথম ওয়ানডে৷ আইসিসি সুপার লিগের অংশ হওয়ায় সিরিজটি দুই দলের কাছে গুরুত্বপূর্ণ৷
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: কেইন উইলিয়ামসন, ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, টম লাথাম, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ারস, ইশ সোধি ও টিম সাউদি।
উইন্ডিজের ওয়ানডে স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, জার্মেইন ব্ল্যাকউড, শামার ব্রুকস, ইয়ানিক কারিয়াহ, ক্যাসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, জেডন সিলস ও কেভিন সিনক্লেয়ার।
-নট আউট/এমআরএস