03/13/2025 ২০২৬ সালে বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়া, টাইগারদের মিশন পরের বছর
নট আউট ডেস্ক
১৮ আগস্ট ২০২২ ০১:০৬
নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দল সবশেষ অস্ট্রেলিয়া সফর করেছিল ২০০৩ সালে৷ দীর্ঘ সময় ধরে দেশটিতে খেলা হয়নি বাংলাদেশের৷ স্বাভাবিকভাবে আক্ষেপ জন্মেছে কোটি বাঙালির হৃদয়ে৷ তবে এবার মিলেছে স্বস্তির সংবাদ৷ ২০২৭ সালে অজিদের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ৷
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম(এফটিপি) বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে৷ যেখানে দেখা যায় ২০২৬ সালের জুনে বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া৷ পরের বছর ২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলবে বাংলাদেশ৷
আগামী পাঁচ বছরে বাংলাদেশ বাংলাদেশ ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫১ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
-নট আউট/এমআরএস