03/13/2025 ৩২ বছর পর ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ পাঁচ ম্যাচের
নট আউট ডেস্ক
১৮ আগস্ট ২০২২ ০৬:২৫
নট আউট ডেস্কঃ ক্রিকেট ইতিহাসে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সবশেষ খেলেছিল ১৯৯২ সালে। সেবার ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। এর থেকে বর্তমান সময় পর্যন্ত দুই দল বেশ কয়েকবার মোকাবেলা করলেও পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ একবারের জন্যও হয়নি। তবে এবার তা হতে যাচ্ছে। আইসিসির এবারের এফটিপিতে দুই দল পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলবে।
এফটিপির এবারের চক্রে দুই দল তিনবার মুখোমুখি হবে টেস্ট সিরিজে। যার প্রথমটি হবে ২০২৩ সালের ফেব্রুয়ারীতে। ভারত সফরে চারটি টেস্ট খেলবে দুই দল। পরের বছর ভারত অস্ট্রেলিয়া সফরে বোর্ডার গাভাস্কার ট্রফিতে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে। সেই সিরিজ দিয়ে ৩২ বছর পর আবারও দুই দল পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলবে।
২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে আরেকবার টেস্ট সিরিজ খেলতে ভারত সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যা দিয়ে এফটিপি চক্র শেষ হবে ভারতের।
পাঁচ ম্যাচের সিরিজ দর্শকদের উদ্দীপনা জোগাবে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং, ‘আমি মনে করি অস্ট্রেলিয়া ও ভারতের দর্শকরা, এমনকি যারা অস্ট্রেলিয়া ও ভারতের অনেক বেশি টেস্ট ম্যাচ দেখতে ভালোবাসে, তারা এটা পছন্দ করবে। নিঃসন্দেহে এটি চমৎকার উদ্যোগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সব খেলোয়াড়রাও এটা উপভোগ করবে।’
-নট আউট/এমআরএস