03/13/2025 দা হেলিকপ্টার সেলিব্রেশন
নট আউট ডেস্ক
১৯ আগস্ট ২০২২ ১৮:৪০
নট আউট ডেস্ক: উইন্ডিজে বাংলাদেশ 'এ' দল প্রথম ওয়ানডেতে অলআউট হয়েছিল মাত্র ৮০ রানে ৷ সেই ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন ওপেনার নাঈম শেখ৷ তবে দ্বিতীয় ম্যাচে তুলে নিয়েছেন শতক৷ নাঈমের শতকের উদযাপনকে `দ্য হেলিকপ্টার সেলিব্রেশন' বলে মন্তব্য করেছেন উইন্ডিজ ক্রিকেটের ইউটিউব চ্যানেলের ধারাভাষ্যকার৷
বাউন্ডারি মেরে রানকে তিন সংখ্যায় পরিণত করার পর এক হাকে হেলমেট ও আরেক হাতে ব্যাট উঁচিয়ে তলোয়ারের মত ঘুঁড়াতে থাকে এই বাঁহাতি ব্যাটার৷ একই সাথে নাচের প্রতিভা দেখান শরীর বাঁকিয়ে৷ এমন উৎযাপনে মুগ্ধ হয়েছিলেন ধারভাষ্যকার৷
নাঈমের ১০৩ রানের ইনিংস সাজানো ছিল ১৪ চার ও ১ ছয়ে৷ এ সময় তিনি ১১৭টি বল মোকাবেলা করেছিলেন৷
সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার এই ইনিংস খেলেন নাঈম।
বাংলাদেশ 'এ' দলের খেলোয়াড়দের মূলত জাতীয় দলের ব্যাকআপ খেলোয়াড় হিসেবে ধরা হচ্ছে৷ তাদের সেভাবেই প্রস্তুত করছেন কোচরা৷ ফলে এখানে পারফর্মেন্সের গুরুত্ব অনেক৷
-নট আউট/এমআরএস