03/15/2025 লর্ডসে উইকেটের সেঞ্চুরি করলেন ব্রড
নট আউট ডেস্ক
২০ আগস্ট ২০২২ ০৩:০২
নট আউট ডেস্ক: ক্রিকেটের আবাসভূমি লর্ডসে উইকেটের শতক করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড৷ ক্যারিয়ারে এই মাঠে ৯৯ উইকেট নিয়ে খেলতে নামা ব্রড আফ্রিকার কাইল ভেরাইনারকে আউট করে উইকেটের সংখ্যা পূরণ করেন৷
ব্রডের আগে এই কীর্তি রয়েছে জিমি অ্যান্ডারসনের৷ এই দুই বোলার ছাড়া এই মাঠে এমন কীর্তি করতে পারেননি বিশ্বের কোন বোলার৷
লর্ডসে ২৭ টেস্টে ৫২ ইনিংসে ১১৭ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ইনিংসে ৫ উইকেট পেয়েছেন সাতবার। অন্যদিকে ২৬ ম্যাচের ৫১ ইনিংসে দুইবার ৫ উইকেটসহ মোট ১০০ উইকেট নিলেন ব্রড।
ইংল্যান্ডের হয়ে ব্রড প্রথম টেস্ট খেলেছিলেন ২০০৭ সালে৷ এখন পর্যন্ত ১৫৬ ম্যাচে নিয়েছেন ৫৫২ উইকেট৷ ক্যারিয়ারে ১৯ বার পাঁচ উইকেট ও ৩ বার দশ উইকেট নিয়েছেন এই ডানহাতি বোলার৷
-নট আউট/এমআরএস