03/13/2025 অধিনায়ক সাকিবই একাদশ ঠিক করে: পাপন
নট আউট ডেস্ক
২০ আগস্ট ২০২২ ০৩:৩২
নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট পাড়ায় নিয়মিত যে কয়েকটি বিষয়ে অধিক আলোচনা-সমালোচনা হয় তার একটি অধিনায়ক স্বাধীনভাবে একাদশ নির্বাচন করতে পারেন না৷ তবে বিশ্বসেরা সাকিব আল হাসান মানেই যেন ভিন্ন কিছু৷ সেই ভিন্নতাতে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও মনে করেন দায়িত্বে থাকলে সাকিবই একাদশ নির্বাচন করেন৷
শুক্রবার নিজ বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি প্রধান বলেন, একটা জিনিস মনে রাখবেন, সাকিব যখন অধিনায়ক হয় কে কোচ বা কে না এটা নিয়ে কোনো ইস্যু হয় না। সেরা একাদশ ওই (সাকিব) ঠিক করে। এটা তো বোঝা উচিত আপনাদের। ও (সাকিব) ওর মতো ঠিক করে।
তিনি আরও যোগ করেন, অবশ্যই ওইখানে হয়তো কোচের সঙ্গে পরামর্শ করে। কিন্তু কোচও প্রাধান্য দেয় অধিনায়ককে সেরা একাদশের ক্ষেত্রে। খেলার পরিকল্পনা কি হবে এটা হয়তো ব্যাখ্যা করে দেয়। ওইটা ব্যাখ্যা করতে পারে। এটা তো যে কেউই বাদ দিতে পারে। আমাদের যদি হেড কোচ নাও থাকে ওইখানে খালেদ মাহমুদ সুজনও করে, ওখানে জালাল ইউনুস থাকলে সেও করবে।
বিসিবি প্রধানের সঙ্গে একমত না হওয়ার খুব একটা সুযোগ নেই৷ বিশেষ করে এবারের এশিয়া কাপ স্কোয়াডে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা পাওয়াতে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক৷ এছাড়াও প্রায় বছর তিনেক পর সাব্বির রহমানের জাতীয় দলে ডাক পাওয়া পুরোটাই সাকিবের ইচ্ছেতেই৷
-নট আউট/এমআরএস