03/14/2025 রান পেলেন সাব্বির, সমতা ফেরাল ‘এ’ দল
নট আউট ডেস্ক
২০ আগস্ট ২০২২ ০৩:৫৩
নট আউট ডেস্ক: উইন্ডিজ 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দল প্রথম ওয়ানডেতে অলআউট হয়েছিল মাত্র ৮০ রানে৷ তবে দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের জয়ে সিরিজে সমতা এনেছে মোহাম্মদ মিঠুনের দল৷ সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল মাঠে নামবে দুই দল৷
দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাটিং করে মোহাম্মদ নাঈমের ১০৩ ও সাব্বির রহমানের ৬২ রানের ইনিংসে ২৭৭ রান করে সফরকারীরা৷ জবাবে নির্ধারিত ওভারে ২৩৩ করে স্বাগতিকরা৷ বাংলাদেশ নিজেদের ইনিংসে হারিয়েছে ৬ উইকেট অপরদিকে উইন্ডিজ ৯ উইকেট৷
প্রথম ম্যাচে ৮০ রানে অলআউট হলেও বোলাররা দেখিয়েছিল দাপট৷ দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৩ উইকেট নেন পেসার মুকিদুল ইসলাম৷ অপরদিকে আরেক পেসার রেজাউর রহমান রাজা নিয়েছিলেন ৪৪ রানে ২ উইকেট।
জাতীয় দলের খেলোয়াড় প্রস্তুতের মঞ্চ হিসেবে বাড়ানো হচ্ছে 'এ' দলের কার্যক্রম৷ এখানে ভালো করলেই মিলবে জাতীয় দলে সুযোগ৷ ফলে প্রতিটি খেলোয়াড় নিজেকে প্রমাণ করতে শতভাগ চেষ্ঠা করছেন৷
-নট আউট/এমআরএস