03/13/2025 ডমিঙ্গোর ভাগ্য নির্ধারণ সোমবার
স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২২ ০৬:৪২
স্পেশাল করেসপন্ডেন্ট: শ্রীধরণ শ্রীরামকে টি-২০ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। মানে তিনি হেড কোচ নন। এদিকে রাসেল ডমিঙ্গোকে টি-২০’র হেড কোচের পদ থেকে সরাতে চায় বিসিবি। এই প্রোটিয়া কোচকে টেস্ট ও ওয়ানডের দায়িত্বে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত।
তাহলে এশিয়া কাপে বাংলাদেশের হেড কোচ কে হবেন? শেষ অব্দি ডমিঙ্গোকে নিয়েই যাবে দল, নাকি জেমি সিডন্সকে হেড কোচ করা হবে, নাকি শ্রীরামের হাতেই পুরো দায়িত্ব তুলে দেয়া হবে।
এমন অনেক প্রশ্নের সুরাহা এখনও হয়নি। আগামী ২২ আগস্ট, সোমবার বিদেশি কোচদের সঙ্গে মিটিং করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
শুক্রবার নিজের বাসভবনে সাংবাদিকদের পাপন বলেছেন, ‘অনেক ইস্যু আছে। এসব নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। ২২ তারিখে আমরা আশা করি চূড়ান্ত করে ফেলব।’
ডমিঙ্গোর ভাগ্য নির্ধারণও হবে এই মিটিংয়ে, ‘অনেক কিছুতেই বদল আসবে। একটি-দুটি নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে অনেক কিছু করা হবে। আমরা টি-২০ মানসিকতায় বদল আনতে চাচ্ছি। সেটা ডমিঙ্গোকে রেখে নাকি বাদ দিয়ে, সেটা এখনও আলোচনা হয়নি। এখনও পর্যন্ত চিন্তা-ভাবনা হচ্ছে, ডমিঙ্গো টেস্ট ও ওয়ানডেতে মনোযোগ দেবে।’
এই প্রোটিয়া কোচের ভার কমানোর চিন্তা করছে বিসিবি। তাই তাকে টি-২০ থেকে সরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাপন বলেন, ‘সামনে যে পরিমাণ খেলা, ডমিঙ্গোর পক্ষে এত ভ্রমণ করা সম্ভব নয়। অনেক সিরিজে যেতেই পারবে না সে, কারণ তার তো ছুটিও লাগবে। সব খেলায় যেতে পারবে না। আমরা পুরো জিনিসটাকে আলাদা করতে চাচ্ছি। সামনের এফটিপিতে টি-টোয়েন্টিতে অনেক ম্যাচ। এটা আরেকজনকে দেওয়া মানে তার (ডমিঙ্গোর) ভার অনেক কমে গেল। টি-২০ র ধরন, অ্যাপ্রোচ সব আলাদা। আমরা চিন্তা করছি যে, টি-২০’র কোচিং স্টাফ আলাদা করে দেব।’
-নট আউট/এমজেএ/এমআরএস