03/15/2025 এক নজরে ছয় দলের স্কোয়াড
মশিউর রহমান শাওন
২১ আগস্ট ২০২২ ০০:৫৫
দিন কয়েক পরেই শুরু হতে যাচ্ছে বাইশ গজে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। শ্রীলংকার আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে সেরা হওয়ার প্রচেষ্টা চালাবে ছয় দল। ইতমধ্যে চূড়ান্ত পাঁচ দল ঘোষণা করেছে নিজেদের স্কোয়াড। বাকি এক দল যোগ হবে বাছাইপর্ব শেষে। এক নজরে দেখে নেয়া যাক এই পাঁচ দলের এশিয়া কাপের স্কোয়াড।
বাংলাদেশঃ এশিয়া কাপে ভারতের পর দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিবের এক চুক্তিতে উত্তাল হয়েছিল দেশটির ক্রিকেট। অধিনায়ক হিসেবে সাবেক হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাদা পোষাকের পর কুড়ি ওভার ক্রিকেটে সামনে থেকে দলকে নেতৃত্ব দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান,সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ।
স্ট্যান্ডবাই: সৌম্য সরকার, মৃত্যুঞ্জয় চৌধুরী ও রিপন মন্ডল
পাকিস্তানঃ এশিয়া কাপের ১৫তম আসরে সবার প্রথমে দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার দলটির নেতৃত্বে থাকছেন বাবর আজম।
পাকিস্তান স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন , শাহনেওয়াজ দাহানি ও উসমান কাদির।
ভারতঃ পাকিস্তানের পর এশিয়া কাপ দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ছন্দহীন থাকলেও দলে জায়গা হয়েছে বিরাট কোহলির। অপরদিকে ইনজুরিতে ছিটকে গেছেন জসপ্রীত বুমরাহ। দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা।
এশিয়া কাপে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, রবি বিষ্ণুই, আভেশ খান, দিপক হুদা, ইয়ুজবেন্দ্র চাহাল।
স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল ও দিপক চাহার।
আফগানিস্তানঃ কুড়ি ওভারের ক্রিকেটে আফগানিস্তানের সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশের খুব একটা সুযোগ নেই। এশিয়া কাপ ট্রফি নিজেদের করে নিলেও খুব একটা অবাক হবে না ক্রিকেট বিশ্ব। মোহাম্মদ নবীকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
আফগানিস্তান স্কোয়াডঃ মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাঈ, আজমতউল্লাহ ওমারজাঈ, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, হাশমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাঈ, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাবিন উল হক, নুর আহমাদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান এবং সামিউল্লাহ শেনওয়ারি।
স্টান্ডবাই-নিজাত মাসুদ, কাইস আহমেদ এবং শরাফউদ্দিন আশরাফ।
শ্রীলংকাঃ আসন্ন এশিয়া কাপ শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সামগ্রিক পরিস্থিতিতে শেষ অবধি হচ্ছে না। তবে আয়োজক হিসেবে থাকবে দেশটির ক্রিকেট বোর্ড। পাঁচ দলের মধ্যে সবার শেষে স্কোয়াড দেওয়া শ্রীলংকা সবচেয়ে বড় বহর নিয়ে দাসুন শানাকার নেতৃত্বে পাড়ি জমাবে সংযুক্ত আরব আমিরাতে।
শ্রীলঙ্কা এশিয়া কাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকশা, আসেন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভ্যানডারসে, প্রভীন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ানুদি ফার্নান্দো, দীনেশ চান্দিমাল, আসিথা ফার্নান্দো , নুয়ান থুসারা, প্রমোদ মাদুশান।
হংকং: এশিয়া কাপের বাছাইপর্বে তিন দলকে পেছনে ফেলে মূল পর্বে জায়গা করে নিয়েছে হংকং।
হংকং এশিয়া কাপ স্কোয়াড: নিজাকাত খান (অধিনায়ক), কিঞ্চিৎ শাহ, জিশান আলি, হারুন আরশাদ, বাবর হায়াত, আফতাব হুসেন, আতিক ইকবাল, আইজাজ খান, এহসান খান, স্কট ম্যাকেচেনি (উইকেটকিপার), ঘাজানফার মোহাম্মদ, ইয়াসিম মুর্তজা, ধনাঞ্জয়া রাও, ওয়াজিদ শাহ, আয়ুশ শুক্লা, আহ্বান ত্রিবেদি, মোহাম্মদ ওয়াহেদ।
-নট আউট/এমআরএস