03/14/2025 কোহলি ১৫-২০ রান করলে কেউ বল করতে চায়না
নট আউট ডেস্ক
২১ আগস্ট ২০২২ ০১:২৩
নট আউট ডেস্কঃ ভারতীয় তথা বিশ্বক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি ছন্দে নেই খুব একটা। সবশেষ শতক করেছেন প্রায় বছর তিনেক আগে। এই সময়ে কোহলিকে নিয়ে চলছে ধারাবাহিক আলোচনা-সমালোচনা।
ভারতীয় দলের সাবেক এই অধিনায়কের উপর মানুষের অতিরিক্ত প্রত্যাশা নিয়ে নিজের চিন্তাভাবনা শেয়ার করেছেন যুজবেন্দ্র চাহাল। এই লেগ স্পিনার মনে করেন কোহলি ১৫-২০ রান করলে কেউ বল করতে চায়না।
চাহাল বলেন, ব্যাট হাতে কোহলির এমনই মাহাত্ম্য যে সে ১৫-২০ রান করে ফেলার পর বোলাররা বোলিং করতে দ্বিধা করে। যদি সে ক্রিজে থাকে এবং তার নামের পাশে ১৫-২০ রান থাকে, আমি আপনাকে বলছি যে কোনো বোলারই তাকে বল করতে চায় না।
কোহলির এমন সময় আসবে তা হয়তো ভাবেনি কেউ। ভাবার কথাও নয়। কোহলিকে নিয়ে চাহাল আরও বলেন, “তার টি-টোয়েন্টিতে ৫০+ গড় আছে, সে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে; সব ফরম্যাট মিলিয়ে তার ৭০টা সেঞ্চুরি আছে। আপনি শুধু সব ফরম্যাটে তার গড় দেখুন! সমস্যা হল আমরা শুধুমাত্র তার সেঞ্চুরি সম্পর্কেই ভাবি। আমরা তার ৬০-৭০ রানের মূল্যবান ইনিংস সম্পর্কে কথা বলি না”
-নট আউট/এমআরএস