03/13/2025 ডমিঙ্গোর মন্তব্যে বিব্রত বিসিবি
স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২২ ০৬:৩৯
স্পেশাল করেসপন্ডেন্টঃ জাতীয় দলে বিসিবির হস্তক্ষেপের বিষয়টি সবসময় অস্ফুট স্বরেই উচ্চারিত। সরাসরি এই বিষয়ে কেউই কথা বলে না। বিসিবির অঘোষিত তিন মাসের ছুটি পেয়ে রাসেল ডমিঙ্গোর মুখে রীতিমতো খই ফুটলো। টি-২০’র দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া বাংলাদেশের হেড কোচ সম্প্রতি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিবি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন।
বিসিবিকে রীতিমতো কাঠগড়ায় তুলে দিয়েছেন ডমিঙ্গো। গত সোমবার রাতে ঢাকা ত্যাগ করা এই কোচ সাক্ষাৎকারে বলেছেন, বিসিবি থেকে তাকে বলা হয় ক্রিকেটারদের ধমকাতে, তাদের প্রতি কঠোর হতে। ক্রিকেটারদের শাসন করতে।
জাতীয় দলে বিসিবির হস্তক্ষেপের প্রতিও ইঙ্গিত করেছেন ডমিঙ্গো। জাতীয় দলের আশপাশে প্রচুর লোক থাকে। সবাই কথা বলে। ক্রিকেটারদের প্রতি শুধু পরামর্শ, নিদের্শ আসতে থাকে। তাই ক্রিকেটারদের নিজেদের ভাবনা আর থাকে না।
পুরো বিষয়টি বিসিবির নজরে এসেছে। শীর্ষকর্তারাও দেখেছেন ডমিঙ্গোর মন্তব্য। এ বিষয়ে প্রোটিয়া কোচের কাছে জানতে চাইবে বিসিবি।
এটুকু সত্য ডমিঙ্গোর মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সংস্থাটি। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বুধবার এ সম্পর্কে বলেছেন, ‘আমি আসলে সবার সঙ্গে আলাপ করে মন্তব্য করতে চাই। এই সময় আমি মন্তব্য করতে চাচ্ছি না। তবে কিছু কিছু জিনিস আছে যেটা বললেন আপনি, খেলোয়াড়দের ব্যাপারে। সেটা খেলোয়াড়দের জিজ্ঞেস করলেই হবে কারা হ্যাম্পারিং করে না করে। তাহলেই তো পরিস্কার হয়ে যাবে।’
হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করেছেন জালাল ইউনুস, ‘এটা সত্য নয়। যদি কোনো মেসেজ দেয়ার থাকে মেসেজ দেয়। এটা আমরা চাই, এভাবে আমরা চাই। এটা একেবারে খোলামেলা।’
চুক্তিতে থেকেও ডমিঙ্গোর মন্তব্য মনে ধরেনি বিসিবির। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, ‘অবশ্যই এটা কাম্য নয়। এখনও তার সঙ্গে আমাদের চুক্তি রয়েছে এবং সরাসরি কিছু অভিযোগ আছে। এই অভিযোগগুলো আমি খন্ডন করছি না, আমরা নিজেদের মাঝে আলাপ আলোচনা করবো। আমি মাননীয় সভাপতিকে জানিয়েছি, উনিও দেখেছেন নিউজটা। সিইও সাহেবও জানেন। আমাদের নিজেদের মাঝে আলাপ আলোচনা করা দরকার। তারপর আমরা বলতে পারবো কি জানতে চাইবো তার কাছে।’
শোকজ না করলেও হেড কোচের কাছে তার মন্তব্য নিয়ে জানতে চাইবে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘এটা আসলে শোকজ নয়, আমরা আসলে জানতে চাইবো। এজন্যই বললাম, এই মুহূর্তে আমি কমেন্ট করতে চাচ্ছি না। আমরা নিজেদের মাঝে আলাপ করে দেখি। আলাপ করার পরে পরবর্তী অ্যাকশনটা কি হবে সেটা জানাতে পারবো।’
-নট আউট/টিএ