03/14/2025 অস্ট্রেলিয়া সফরের নিউজিল্যান্ড দল ঘোষণা
নট আউট ডেস্ক
২৫ আগস্ট ২০২২ ২০:২৮
নট আউট ডেস্কঃ আগামী মাসেই (সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারী নিউজিল্যান্ড। আসন্ন চ্যাপেল-হ্যাডলি একদিনের এই সিরিজের দল ঘোষণা করেছে কিউইরা। চোট কাটিয়ে ১৫ জনের দলে ফিরেছেন পেসার ম্যাট হেনরি। এছাড়া দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। আছেন পেসার ট্রেন্ট বোল্টও।
পাঁজরের চোটে দল থেকে ছিটকে গিয়েছিলেন পেসার ম্যাট হেনরি। অস্ট্রেলিয়া সফরে এই পেসার প্রত্যাবর্তন হওয়ায় দল থেকে বাদ পড়তে হয়েছে লেগ স্পিনার ইস সোধিকে। এছাড়া সদ্য সমাপ্ত ওয়েস্ট সফরে চোটের কারণে দুটি ম্যাচ মিস করেছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এবার তাকে রেখেই দল ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড।
এদিকে পরিবারকে আরও বেশি সময় দিতে, কিউই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নেওয়া ট্রেন্ট বোল্টও থাকছেন অস্ট্রেলিয়া সফরের দলে। তবে ইনজুরিতে থাকা দুই কিউই পেসার কাইল জেমিসন ও অ্যাডাম মিলনে মিস করবেন এই সফরও।
উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে চ্যাপেল-হ্যাডলি ট্রফির। ৮ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স ও টিম সাউদি।
-নট আউট/টিএ