03/15/2025 সুযোগ লুফে নিতে অদ্বিতীয় সাকিব
নট আউট ডেস্ক
২৬ আগস্ট ২০২২ ১৯:৫৮
নট আউট ডেস্কঃ আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নাম। পূর্ণাঙ্গ ঘোষণা আসার দিনে সাকিব জানিয়েছেন যখন সুযোগ এসেছে তখনই তা লুফে নিয়েছে।
বৃহস্পতিবার সাকিব বলেন, 'টি-টেনের প্রথম আসরে আমি খেলেছিলাম, চ্যাম্পিয়নও হয়েছিলাম। খুবই ভালো লেগেছিল, এই ফরম্যাটটা আমার মনে ধরেছে। যখন শুনেছি এবছর বাংলা টাইগার্স আমাকে নিতে চাচ্ছে আমি সুযোগটি লুফে নিয়েছি।'
মাঠ ও মাঠের বাইরে সাকিব এখন আগেরতুলনায় অনেক ব্যস্ত। বিজ্ঞাপন বাজারেও রয়েছে আলাদা কদর। কোন সুযোগই ছাড়ছেন না সাকিব। যে সুযোগই আসছে তাই লুফিয়ে নিচ্ছেন। তাই বলা যেতেই পারে সুযোগ লুফে নিতে অদ্বিতীয় বিশ্বসেরা সাকিব।
বাংলা টাইগার্সের আইকন খেলোয়াড় হতে পেরে আনন্দিত সাকিব ফেসবুক পোস্টে জানিয়েছেন আনন্দের কারন। তিনি লিখেছেন, ‘টি-১০ লিগের পরবর্তী মৌসুমে আইকন প্লেয়ার হিসেবে বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। বিশ্বজুড়েই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন ফ্র্যাঞ্চাইজের পক্ষে খেলতে পারাটা দারুণ অনুভূতির। নতুন অভিজ্ঞতার দিকে তাকিয়ে আছি।’
চলতি বছর আইসিসি টি- টোয়েন্টি বিশ্বকাপের পরপরই মাঠে গড়াবে আবুধাবি টি-১০ লিগের ষষ্ঠ আসর। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট।
-নট আউট/এমআরএস