03/14/2025 সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা জিততে চায় শ্রীলংকা
নট আউট ডেস্ক
২৭ আগস্ট ২০২২ ০৬:২৬
নট আউট ডেস্কঃ এশিয়া কাপের এবারের আসরের আয়োজক শ্রীলংকা। দলটি নিজেদের সামর্থ্য প্রমাণ করে এবারের আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে মরিয়া বলে জানিয়েছেন ভানুকা রাজাপাকশে। তবে সাম্প্রতিক ফর্ম বলছে খুব একটা ছন্দে নেই পুরো দল। শেষ তিন সিরিজে খেলা ৯ ম্যাচে জয় মাত্র ২ টিতে।
রাজাপাকশে বলেন, 'এটা আমাদের জন্য শিরোপা জয়ের দারুণ সুযোগ। আশা করছি সংযুক্ত আরব আমিরাতে আমাদের সামর্থ্য প্রমাণ করে শিরোপা অর্জন করব।'
এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। একারনে কোন দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যে কোন সময় যে কোন দল অঘটনের জন্ম দিতেই পারেই। এছাড়াও এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে দ্বিতীয় সফল দল শ্রীলংকা। এখন পর্যন্ত পাঁচবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছে তারা।
খেলোয়াড়ের সাথে দলটির কোচও আত্মবিশ্বাসী।গ্রুপ পর্বের অপর দুই দল বাংলাদেশ এবং শ্রীলঙ্কাও বেশ শক্তিশালী দল।
সিলভারউড বলেন, 'অবশ্যই আফগানিস্তান ভয়ংকর দল। প্রত্যেক দলই এখানে ভয়ংকর। টি-টোয়েন্টি যেকোনো দিন যে কেউ জিততে পারে। আমাদের সব দলকেই সমান সম্মান করতে হবে। এই টুর্নামেন্টে প্রতিটি দলই শক্তিশালী। প্রত্যেক ম্যাচেই জয় আমাদের একমাত্র লক্ষ্য। ভারত, পাকিস্তান, বাংলাদেশ- প্রতিপক্ষ যে-ই হোক না কেন।'
-নট আউট/এমআরএস