03/14/2025 এশিয়া কাপে সাকিবের ডেপুটি আফিফ
নট আউট ডেস্ক
২৮ আগস্ট ২০২২ ১০:০৩
নট আউট ডেস্কঃ গত ক'বছর ধরেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের মিডল অর্ডারে নিয়মিত মুখ আফিফ হোসেন ধ্রুব। ধারাবাহিক পারফর্ম করে এতোদিন দলের জয়ে রেখে এসেছেন অবদান। এবার সেই ধারাবাহিক পারফর্ম করার পুরষ্কার পেয়ে গেলেন ২২ বছর বয়সী এই তারকা ব্যাটার।
চলমান এশিয়া কাপে আফিফ পেয়েছেন গুরুদায়িত্ব। পালন করবেন বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্বটা। এক বিবৃতিতে আজ রাতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে জানোনা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ ২০২২-এর জন্য আফিফ হোসেনকে সহ-অধিনায়ক মনোনীত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’
২০১৮ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল ২২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারের। এরপর জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ৪৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এবারই প্রথম বড় মঞ্চে পেয়ে গেলেন বড় দায়িত্ব। মাঠে নামবেন নয়া কাপ্তান সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে।
উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের লড়াইয়ে নামবে বাংলাদেশ। যারা এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই আয়োজক শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে আসর শুরু করেছে। তাই নিজেদের প্রথম ম্যাচেই কঠিন পরিক্ষা অপেক্ষা করছে সাকিব-আফিফদের জন্য।
-নট আউট/টিএ