03/14/2025 মুখোমুখি ভারত-পাকিস্তান পরিসংখ্যান
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২২ ১৭:৪২
বাইশ গজে ভারত-পাকিস্তান লড়াই মানেই ক্রিকেট দুনিয়ায় আলাদা উত্তাপ, ভিন্ন আকর্ষণ। কেননা এই দুই দলের লড়াই হরহামেশা দেখার সৌভাগ্য হয়না ক্রিকেট প্রেমীদের। বাবর-কোহলিদের একই সাথে মাঠে দেখতে অপেক্ষা করতে হয় এশিয়া কাপ অথবা বিশ্বকাপ পর্যন্ত। অবশ্য মরুর বুকে এবারের এশিয়া কাপে এই দুই দলের দেখা হতে পারে তিনবার। তবে সেটি সমীকরণ সাপেক্ষে। ২৮ অগাস্ট (রবিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় গ্রুপ পর্বে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ ঘিরে দুই দেশের সাবেক খেলোয়াড়রা মেতেছে কথার লড়াইয়ে। মরুর বুকে এশিয়া কাপ ১৫তম আসরে পাক-ভারত ব্লকবাস্টার ম্যাচের আগে এক নজরে দেখে নেয়া যাক তাদের এশিয়া কাপ পরিসংখ্যান।
এশিয়া কাপ ইতিহাসে এখন পর্যন্ত এই দুই দল মোট ১৫বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত ৮ বার ও পাকিস্তান জয় পেয়েছে ৫ বার। বাকি দুই ম্যাচ ফলশূন্য অবস্থায় শেষ হয়েছে।
এশিয়া কাপে শেষ পাঁচ ম্যাচ দেখায় ভারত জয় পেয়েছে ৪টি। অপরদিকে পাকিস্তানের জয় মাত্র ১টিতে। অতীতে একবারই এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১৬ সালের সেই ম্যাচে ভারত জয় পেয়েছিল ৬ উইকেটে।
এশিয়া কাপ পরিসংখ্যান শেষে তিন ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াই দেখে নেয়া যেতেই পারে৷
টি-টোয়েন্টিতে দুইদলের দেখা হয়েছে মোট ৯বার৷ যেখানে পাকিস্তানের দুই জয়ের বিপরীতে ভারতের জয় ৭বার৷ তবে বাকি দুই ফরম্যাটে পিছিয়ে রয়েছে ভারত৷
পাক-ভারত ১৩২ ওয়ানডেতে ভারতের ৫৫ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে ৭৩ ম্যাচে৷ সাদা পোষাকের ক্রিকেটেও এগিয়ে পাকিস্তান৷ মোট ৫৯ ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে ১২টি এবং ভারত ৯টি৷
এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত৷ ৭ বার জিতেছে ট্রফি, যা সর্বোচ্চ৷ অপরদিকে পাকিস্তান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দুইবার৷
ভারতের বিপক্ষে পাকিস্তানের সফলতার ইতিহাস সমৃদ্ধ হলেও এশিয়া কাপ ও টি-টোয়েন্টিতে পিছিয়ে থাকার পরিসংখ্যান মাথায় নিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে মাঠে নামবে পাক বাহিৱী৷ তবে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারানোর সুখস্মৃতি প্রভাব ফেলতে পারে আজকের ম্যাচে। কেননা চলতি আসর হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে৷ অপরদিকে মধুর প্রতিশোধ নিতে মুখিয়ে আছে রোহিতের ভারত৷ সব মিলে সবার আগ্রহে পাক-ভারত বাইশ গজের লড়াই৷
-নট আউট/এমআরএস