03/14/2025 আফগানে বিধ্বস্ত, শানাকার চোখে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ
নট আউট ডেস্ক
২৮ আগস্ট ২০২২ ২০:৫৩
নট আউট ডেস্কঃ পর্দা উঠেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচেই আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা। পাঁচ বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নদের নিয়ে এদিন রীতিমতো ছেলেখেলায় মেতেছিল আফগান বোলাররা। তাতেই ১০৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা, জবাবে জাজাই ও গুরবাজ ঝড়ে ৮ উইকেটের বড় জয়ে মাঠ ছাড়ে আফগানরা।
ম্যাচ শেষে তাই আফগান বোলারদের প্রশংসা করতে ভুলেলনি লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ফারুকী-নাবীদের আখ্যা দিয়েছেন বিশ্বমানের বোলার হিসেবেই। সেই সাথে প্রতিপক্ষ হিসেবে, আফগানদের চাইতে বাংলাদেশকে ঢের পিছিয়ে রাখলেন তিনি। বলেছেন সাকিব ছাড়া বাংলাদেশের নেই কোন বিশ্বমানের বোলার।
ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে গতকাল (শনিবার) শানাকা বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। আর বাংলাদেশ দলে ফিজ (মুস্তাফিজুর রহমান) খুব ভালো বোলার, সাকিব (সাকিব আল হাসান) একজন বিশ্বমানের বোলার। এর বাইরে তাদের দলে সেভাবে আর কোনো বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।’
বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ মানলেও, আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হওয়া লঙ্কান অধিনায়ক করছেন সাকিবদের সমীহ। বাংলাদেশ চেনা প্রতিপক্ষ হওয়ায় সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান বলেও জানিয়েছেন তিনি।
শানাকা আরও বলেন, ‘প্রতিপক্ষ কোনো দলই ছোট নয়। বাংলাদেশের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের খেলোয়াড় সম্পর্কে ধারণা আছে। আগামী ম্যাচে এটা বড় ভূমিকা রাখবে।’
উল্লেখ্য, শারজাহতে আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। আগামী ১ সেপ্টেম্বর দুবাইতে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিবরা। প্রথম ম্যাচে হেরে অনেকটা ব্যাকফুটে চলে যাওয়া শ্রীলঙ্কা সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে হারাতেই হবে বাংলাদেশকে।
-নট আউট/টিএ