03/15/2025 আফগানদের ভয় পাচ্ছে না বাংলাদেশ
স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ২২:৪৯
স্পেশাল করেসপন্ডেন্টঃ আফগানিস্তানকে হালকাভাবে দেখার উপায় ছিল না। তবে শনিবার রাতে দুবাইয়ে আফগানরা যা করেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেটি অবশ্য অনেকের কল্পনাতেও ছিল না।
দাপট আর শাসনের ছবি এঁকে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে মোহাম্মদ নবীর দল। পাঁচবারের এশিয়া কাপ চ্যাম্পিয়নদের রীতিমতো গুড়িয়ে দিয়েছে তারা।
দুর্দান্ত পারফরম্যান্সে উড়ন্ত সূচনা পেয়েছে আফগানরা। আগ্রাসনের মাধ্যমে যেন ভয়ের চাদর তৈরি করে দিয়েছে দলটি। দাপুটে বোলিংয়ে ১০৫ রানে শ্রীলঙ্কাকে অলআউট করেছে, আর ম্যাচ জিতে নিয়েছে ৫৯ বল হাতে রেখে।
আফগানদের এই পারফরম্যান্স বাংলাদেশের জন্যও চিন্তার কারণ। আগামী ৩০ আগস্ট তাদের বিরুদ্ধেই এশিয়া কাপে টাইগারদের প্রথম ম্যাচ।
শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বাংলাদেশ কাউকে ভয় পায় না।
শনিবার রাতে টিম ডিনার শেষে সাংবাদিকদের পাপন বলেছেন, ‘আমরা কাউকে ভয় পাই না। আমরা প্রথম ম্যাচ থেকেই জিততে চাই। যাতে ভালো অবস্থানে থাকি। আমাদের প্রত্যেক খেলোয়াড় আশাবাদী এবং আত্মবিশ্বাসী। আমরা সবগুলো ম্যাচই জিতব।’
আফগানিস্তান ম্যাচের পর ১ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়বে সাকিব বাহিনী। আপাতত প্রথম ম্যাচ নিয়েই ভাবছে টাইগাররা।
বিসিবি সভাপতি বলেছেন, ‘শ্রীলঙ্কাও ভালো দল। প্রত্যেকটা দলই ভালো। আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ, আমরা এটার ওপরই মনোযোগ রাখছি। এটা যদি জিতে যাই ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথেও জিতব।’
-নট আউট/এমজেএ/টিএ