03/14/2025 সাকিব-মুস্তাফিজকেই টার্গেট করছে শ্রীলঙ্কা
স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ২৩:১৩
স্পেশাল করেসপন্ডেন্টঃ এশিয়া কাপের শুরুটা ভালো হলো না শ্রীলঙ্কার। উদ্বোধনী ম্যাচেই আফগান ঝড়ে উড়ে গেছে দলটি। গ্রুপ পর্বে দুটি ম্যাচ, যার একটি হেরেছে লঙ্কানরা। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠবে দুটি দল। শ্রীলঙ্কার জন্য সমীকরণ কঠিন হয়ে গেল। আশা বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে তাদের। নয়তো বিদায় নিতে হবে এশিয়া কাপ থেকে।
আফগানিস্তানের কাছে শনিবার রাতে শোচনীয়ভাবে ৮ উইকেটে হারের পরই বাংলাদেশ দল নিয়ে গবেষণা শুরু করেছে দাসুন শানাকার দল। ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক বলেছেন, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। সাকিব-মুস্তাফিজ ছাড়া বাংলাদেশ দলে বিশ্বমানের বোলারই নেই।
শানাকা বলেছেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশের ক্ষেত্রে আমরা জানি যে, ফিজ (মুস্তাফিজ) ও সাকিব বিশ্বমানের বোলার। এছাড়া তাদের বিশ্বমানের বোলার নাই। তাই আফগানিস্তানের সাথে তুলনা করলে বাংলাদেশ অনেক সহজ প্রতিপক্ষ।’
লঙ্কানদের ছকে তাই তাসকিন, শেখ মেহেদী, মিরাজ, এবাদতরা সাধারণ মানের বোলার প্রতীয়মান হচ্ছে। এখন তাসকিনদের সুযোগ বল হাতে পাল্টা জবাব দেয়ার।
বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে লঙ্কান ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটে এখন নিয়মিতই দেখা হয় দুই দলের। সেই অভিজ্ঞতা ১ সেপ্টেম্বরের ম্যাচে কাজে লাগানোর আশা করছেন শানাকা।
তিনি বলেছেন, ‘বাংলাদেশ দলের বিপক্ষে অতীতে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের পরিকল্পনা কী হবে তা জানি, তাদের খেলোয়াড়দের সম্পর্কেও ভালোই জানি। আগামী ম্যাচে এটা বড় ভূমিকা রাখবে। এই প্রযুক্তির যুগে সব দলই প্রতিপক্ষ সম্পর্কে জানে। তাই বাংলাদেশের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা অবশ্যই ওই ম্যাচে কাজে লাগবে।’
আফগানদের আকস্মিক ধাক্কায় চমকে গেছে শ্রীলঙ্কা। দলটির প্রতি সমীহ বেড়েছে লঙ্কানদের। এখন শানাকা মনে করেন মোহাম্মদ নবীর দলটা এশিয়া কাপের ফাইনালও খেলতে পারে, ‘আরব আমিরাত আফগানিস্তানের হোম ভেন্যু। ব্যাটসম্যানরা ভালো করতে পারলে তাদের ফাইনাল খেলার সুযোগ আছে। কোনো সন্দেহ নেই তাদের বোলিং বিশ্বমানের, বিশেষত স্পিনাররা। এখন তাদের ব্যাটসম্যানরা জ্বলে উঠলেই ফাইনালে খেলা সম্ভব।’
-নট আউট/এমজেএ/এমআরএস