03/13/2025 আফগানিস্তান রশিদ খান নির্ভর দল নয়
স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২২ ১৯:২৩
স্পেশাল করেসপন্ডেন্ট: আন্তর্জাতিক টি-২০ তে আইসিসির র্যাং কিংয়ে বাংলাদেশের পরে আফগানিস্তানের অবস্থান। র্যাংকিংয়ে নবম বাংলাদেশ, দশম আফগানিস্তান। কিন্তু এ ফরম্যাটে দল হিসেবে নিশ্চিতভাবেই টাইগারদের চেয়ে এগিয়ে মোহাম্মদ নবীর দল। তাছাড়া এই ফরম্যাটই তাদের সবচেয়ে প্রিয় এবং সফলতাও অনেক।
দলের বেশিরভাগ ক্রিকেটার সারা বিশ্বে টি-২০ খেলেন প্রচুর। চলমান এশিয়া কাপেও উড়ন্ত সূচনা পেয়েছে আফগানরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে দলটি। মঙ্গলবার তাদের বিরুদ্ধেই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
দারুণ ফর্মে থাকা আফগানদের সামনে বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে সাকিব আল হাসানের দলকে। পরিসংখ্যানেও পিছিয়ে বাংলাদেশ। অতীতে টি-২০ তে ৮ বারের সাক্ষাতে তারা ৫ বার জিতেছে, বাংলাদেশ জয় পায় ৩ বার।
স্পিন নির্ভর বোলিং আক্রমণের পথ থেকে বের হয়ে আসছে আফগানিস্তান। তাদের বোলিংয়ে যুক্ত হচ্ছে বৈচিত্র্য। পেসাররাও ম্যাচজয়ী পারফরম্যান্স করছেন। যেমন বাঁহাতি পেসার ফজল হক ফারুকি লঙ্কানদের বিপক্ষে ১১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন।
সবমিলিয়ে আফগানদের সমীহ করতেই হচ্ছে বাংলাদেশকে। হুমকি হতে পারে রশিদ খানের লেগ স্পিন, ফারুকির নতুন বলের সুইং। টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম বলছেন, শুধু রশিদ খান বা ফারুকিকে নিয়ে ভাবছেন না তারা। পুরো আফগান দলটার জন্যই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।
সোমবার সংবাদ সম্মেলনে শ্রীরাম বলেছেন, ‘আমার মনে হয় আফগানিস্তান খুবই বিপজ্জনক দল। তারা শুধু রশিদ খান নির্ভর নয়। সে বিশ্ব বিখ্যাত পারফরমার এবং বিশ্বের অন্যতম সেরা টি-২০ বোলার, এটা নিয়ে সন্দেহ নেই। আমার মনে হয় আমরা আফগানিস্তান দলটার জন্য প্রস্তুতি নিয়েছি। একজন রশিদ খান, মোহাম্মদ নবী বা ফজল হক ফারুকি বিষয় নয়।’
-নট আউট/এমজেএ/এমআরএস