03/13/2025 ১৭ বছর পর ইংল্যান্ডের পাকিস্তান সফর, নেতৃত্বে মঈন আলি
নট আউট ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২২ ০৫:২২
নট আউট ডেস্কঃ দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরে ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন মঈন আলি। জস বাটলারের ইনজুরিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তান যাবে ইংল্যান্ড। ২০ সেপ্টেম্বর করাচিতে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলাকালীন ইনজুরিতে পড়েছিলেন বাটলার।
নেতৃত্বে নতুন নয় মঈন। গত জুনে ইয়ন মরগান অবসরে যাওয়ার পর থেকে বাটলারের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মঈন আলি। এর আগে চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্বও দিয়েছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
নিরাপত্তার কারনে মাঝের এই সময়ে ইংল্যান্ড দেশটিতে সফর না করলেও এখন নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তা না থাকায় সফর করার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। অবশ্য গেল বছর সিরিজ খেলার কথা ছিল দুই দলের। নিরাপত্তাজনিত কারনে বাতিলও হয়েছে সিরিজ। তবে পাকিস্তানে চলতি বছর অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ সিরিজ খেলার পর সাহস পাচ্ছে বাকি দলগুলো।
-নট আউট/এমআরএস