03/14/2025 সূর্যরশ্মিতে ঝলসে গেল হংকং, সুপার ফোরে ভারত
নট আউট ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪৭
নট আউট ডেস্কঃ পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরে এক পা দিয়েই রেখেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। খর্ব শক্তির হংকংয়ের বিপক্ষে তাই আগের ম্যাচের জয়ের নায়ক হার্দিক পান্ডিয়াকে বিশ্রামে রেখেই মাঠে নামে দলটি। আগে ব্যাট করতে নেমে হংকং বোলারদের সামনে শুরুতে রান তুলতে খানিকটা বেগ পেতে হয়েছিল রাহুল-রোহিতদের। এমনকি রান তুলতে কিছুটা সংগ্রাম করেছেন রানের ক্ষুদায় থাকা বিরাট কোহলিও।
বাকিরা রান তুলতে যেখানে বেগ পেয়েছেন, সেখানে এদিন একাই হংকংয়ের বোলারদের কচুকাটা করেছেন সূর্যকুমার যাদব। ক্যারিয়ারের দ্রুততম হাফ সেঞ্চুরি করার দিনে ভারতকে তুলেছেন রান পাহাড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৯২ রান সংগ্রহ গড়ে ভারত৷ ২২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া সূর্য, ৬টি করে চার ও ছক্কায় খেলেন ৬৮ রানের বিধ্বংসী ইনিংস। অন্যদিকে হাফ সেঞ্চুরি দেখে পান বিরাট কোহলিও৷ এই তারকা ব্যাটার খেলেন ৫৯ রানের ইনিংস।
জবাবে ভারতের রান পাহাড় টপকাতে না পারলেও হংকং ব্যাট করেছে টি-টোয়েন্টি ধাঁচেরই। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানের বেশি তুলতে পারেনি দলটি। ফলে ৪০ রানের জয়ে 'এ' গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার ফোরে ভারত।
কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে বাবর হায়াতের ব্যাটে শুরুটা দুর্দান্ত করে হংকং। পাওয়ার প্লে'লে ২ উইকেট হারালেও দলটি তুলে ৫১ রান। এরপর ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে গিয়ে অস্বস্তি পড়েন হংকংয়ের ব্যাটাররা। দলীয় ৭৪ রানে হংকং হারায় দুর্দান্ত ব্যাট করা বাবর হায়াতকে। ৪১ রান করা এই ব্যাটারকে ফেরান ইনিংসের সবচেয়ে সফলতম বোলার রবীন্দ্র জাদেজা।
বাবরের বিদায়ের পরও থেমে থাকেনি হংকংয়ের রানের চাকা৷ মাঝে আইযায খান ফিরলেও, কেডি শাহ জিসান আলীদের ব্যাটে লড়াই করে হংকং। শেষ দিকে ৩০ রান করা কেডি শাহকে ফেরান ভুবনেশ্বর কুমার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫২ রানে থামে হংকংয়ের ইনিংস। ১৭ বলে আনবিটেন ২৬ রানের ইনিংস খেলেন জিসান আলী। ফলে ৪০ রানের হার দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করল হংকং।
এর আগে টস হেরে ব্যাট করা ভারত ২ উইকেটে ১৯২ রানের পাহাড় গড়ে। ২৬ বলে আনবিটেন ৬৮ রানের ইনিংস উপহার দেন সূর্যকুমার যাদব। এছাড়া বিরাট কোহলি খেলেন ৪৪ বলে আনবিটেন ৫৯ রানের ইনিংস। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে আসে ১৩ বলে ২১ রান। ওপেনার কেএল রাহুল খেলেন ৩৯ বলে ৩৬ রানের ইনিংস।
-নট আউট/টিএ