03/14/2025 মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা পরিসংখ্যান
নট আউট ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৬
নট আউট ডেস্ক: উপমহাদেশের ক্রিকেট যজ্ঞ এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ রাত ৮টায় মুখোমুখি হবে শ্রীলংকা-বাংলাদেশ ৷ বাঁচা-মরার ম্যাচের আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ৷
এশিয়া কাপে এখন পর্যন্ত বাংলাদেশ-শ্রীলংকা মুখোমুখি হয়েছে মোট ১৪ বার৷ যেখানে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে৷ অপরদিকে শ্রীলংকার জয় ১১ ম্যাচে৷ এমন পরিসংখ্যানে টাইগার ভক্তরা হতাশ হলেও স্বস্তি ফিরে পাবে আরেক পরিসংখ্যানে৷ কেননা জয়গুলো এসেছে শেষ চার ম্যাচে৷ এছাড়াও একবারই মুখোমুখি টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে জয় পেয়েছে বাংলাদেশ৷
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের ১২ দেখায় শ্রীলংকার ৮জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৪টি৷ গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল দলটি৷
টেস্ট ক্রিকেটে দুই দলের ২৪ দেখায় ১৮ বার সফল শ্রীলংকা৷ অপরদিকে বাংলাদেশের ঝুলিতে ম্যাচ জয়ের সংখ্যা ১৷ বাকি ৫ ম্যাচে আসেনি কোন ফলাফল৷
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৫১ বার মুখোমুখি হয়েছে দুই দল৷ এর মধ্যে বাংলাদেশ ৯ ম্যাচ এবং শ্রীলংকা ৪০ ম্যাচ জিতেছে৷ দুই ম্যাচে কোন ফল আসেনি৷
এবারের এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দলেই হেরেছে আফগানিস্তানের কাছে৷ এদিকে দুই দলের খেলোয়াড়-কোচ মেতেছে কথার লড়াইয়ে৷ শেষ পর্যন্ত বাইশ গজে কোন দল সফল হয় সময়ে বলবে৷
-নট আউট/এমআরএস