03/14/2025 টি-টোয়েন্টিতে সাকিবের ছয় হাজার রান
নট আউট ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৫
নট আউট ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান৷ এছাড়া আগেই পূরণ করেছিলেন ৪০০ উইকেটের কোটা৷ এমন কীর্তিতে সাকিবের অবস্থান দুইয়ে৷ প্রথমে রয়েছেন উইন্ডিজের ডোয়াইন ব্রাভো৷
এশিয়া কাপের চলতি আসরে ছিটকে যাওয়ার ম্যাচে নামের পাশে এমন কীর্তি যোগ হয়েছে সাকিবের৷ এক ম্যাচ আগেই বিশ্বের ১৫তম খেলোয়াড় হিসেবে এই সংস্করণে খেলেছিলেন শততম আন্তর্জাতিক ম্যাচ ৷
সাকিবের নামের পাশে এখন শোভা পাচ্ছে ৬০০৯ রান এবং ৪১৯ উইকেট। অন্যদিকে টি-টোয়েন্টি ৫৪৯ ম্যাচ খেলে ডোয়াইন ব্র্যাভোর রান ৬৮৭১ এবং উইকেট সংখ্যা ৬০৫টি।
-নট আউট/এমআরএস