03/14/2025 কেউ বলেনি ভাই রিভিউ নেন: সাকিব
নট আউট ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২২ ১৯:২০
নট আউট ডেস্ক: এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারলো না বাংলাদেশ৷ শ্রীলংকার বিপক্ষে দুই উইকেটের হারে শেষ এবারের এশিয়া কাপ মিশন৷ তবে চিত্র হতে পারতো ভিন্ন৷ ম্যাচটিও করতে পারতো নিজেদের৷ ক্যাচ মিস, অতিরিক্ত রান খরচের সাথে এদিনও ভুগিয়েছে রিভিউ সিদ্ধান্ত৷
লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস পার্থক্য গড়ে দিয়েছে চারবার জীবন পেয়ে৷ দুই রানে মুশফিক ছেড়েছিলেন ক্যাচ৷ এরপর বুঝতে না পেরে নেননি রিভিউ৷ শেষ পর্যন্ত মেন্ডিস থামেন ৩৭ বলে ৬০ রান করে।
রিভিউ প্রসঙ্গে ম্যাচ শেষে সাকিব বলেন, ‘কেউই শোনে নাই আসলে। কাভারে ছিলাম, শুনতে পাইনি। কেউই বলেনি, ভাই রিভিউটা নেন। বোলার থেকে শুরু করে কেউই না।’
এদিন নিয়মিত ওপেনার ছাড়াও বাংলাদেশ পাওয়ার প্লেতে করেছিল ৫৫ রান৷ শেষ পর্যন্ত সংগ্রহ দাঁড়ায় ১৮৩৷ বোলাররা শুরুতে চাপ প্রয়োগ করলেও ধারাবাহিকভাবে তা ধরে রাখতে পারেনি৷ অভিষেকের প্রথম দুই ওভার রাঙানো ইবাদত শেষ দুই ওভারে দিয়েছেন ৩৯ রান৷
-নট আউট/এমআরএস