03/14/2025 ফিরে এলো পুরনো স্মৃতি
নট আউট ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২২ ২০:২১
নট আউট ডেস্কঃ নাগিন নাচ, এই কথাটির সাথে সমধিক পরিচিত লঙ্কান খেলোয়াড়রা। কেননা ২০১৮ সালের নিদাহাস ট্রফির সেমিফাইনালে তাদের হারিয়ে এমন উৎসব করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। চার বছর বাদে এবার সেটি বাংলাদেশকে ফিরিয়ে দিলো লঙ্কান ক্রিকেটার। টূর্ণামেন্ট ভিন্ন, মিল নেই মাঠের, তবে যা মিল রয়েছে তা হলো উৎযাপন। বাংলাদেশও সেদিন জিতেছিল শেষ ওভারে, গতকাল শ্রীলংকাও জিতেছে শেষ ওভারেই।
বাংলাদেশের দেওয়া ১৮৪ রানের টার্গের তাড়া করতে নেমে সফল আয়োজক শ্রীলংকা। দুই উইকেটের জয়ে নিশ্চিত করেছে সুপার ফোর। এবারের আসর থেকে বিদায় নিতে হচ্ছে সাকিবের দলকে। বাকি ম্যাচগুলো দর্শক হিসেবেই দেখতে।
ম্যাচে বাংলাদেশের বেশ কিছু ভুলেই মূলত বিজয় উৎযাপন করার সুযোগ পেয়েছে লঙ্কানরা। শুরুতে কুশল মেন্ডিসের ক্যাচ মিস জন্ম দিয়েছে বড় ধরনের আক্ষেপ। এছাড়াও এই ডানহাতি ব্যাটার জীবন পেয়েছে আরও তিনবার। শেষ পর্যন্ত খেলেছে অর্ধশতক রানের ইনিংস।
বাংলাদেশ এদিন কোন নিয়মিত ওপেনার ছাড়াই লড়াই করার সাহস দেখিয়েছে। অবশ্য তা কাজেও এসেছে। মেহেদি হাসান মিরাজের সঙ্গী ছিলেন সাব্বির রহমান। সাব্বির দ্রুত আউট হলেও মাঠে থাকাকালীন প্রচেষ্টা ছিল দ্রুত রান তোলার। শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ছয় ওভারে করতে পেরেছিল ৫৫ রান।
-নট আউট/এমআরএস