03/13/2025 টিকে থাকার লড়াইয়ে রাতে মাঠে নামছে পাকিস্তান, প্রতিপক্ষ হংকং
নট আউট ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২২ ২০:৪১
নট আউট ডেস্কঃ এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে পাকিস্তান-হংকং। বাংলাদেশ সময় ৮ টায় শুরু হবে এই ম্যাচ। জয়ী দল জায়গা পাবে সুপার ফোরে, পরাজিত দলকে ফিরতে হবে নিজ ঠিকানায়। কেননা দুই দলেই হেরেছে নিজেদের প্রথম ম্যাচ।
পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল ৫ উইকেটে। অপরদিকে হংকং হেরেছিল ৪০ রানে। এই ম্যাচে পাকিস্তানের বড় চিন্তার কারন হতে পারে হংকংয়ের সাহসী ক্রিকেট। কেননা ভারতের বিপক্ষে তারা হারলেও লড়াই করেছে দাপটের সাথে। সেই ম্যাচে ভারত প্রথম ছয় ওভারে ৪৪ রান করলেও হংকং করেছিল ৫১ রান। তবে স্বাভাবিক ভাবে এগিয়ে থাকবে পাকিস্তান। এই ম্যাচে কোন ধরনের অঘটন ঘটলে তা হতে পারে ক্রিকেট ইতিহাসে বিরলতম ঘটনাগুলোর একটি।
এ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত। পাকিস্তানকে ৫ উইকেট ও হংকংকে ৪০ রানে হারিয়েছিল দলটি। এদিকে বি গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত হয়েছে আফগানিস্তান ও শ্রীলংকার।
এ দুই দলের মুখোমুখি দ্বৈরথ হয়নি এখন পর্যন্ত। আজকের ম্যাচ দিয়েই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে হংকং। তবে ওয়ানডে ফরম্যাটে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পাকিস্তানের। ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ পাকিস্তান জিতেছিল ৮ উইকেটে।
হংকংয়ের বিপক্ষে পাকিস্তান একাদশে আসতে পারে এক পরিবর্তন। প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকায় আগের ম্যাচে পায়ের সমস্যায় পড়া নাসিম শাহ থাকতে পারেন বিশ্রামে। কেননা এই ম্যাচে তাকে নিয়ে বড় ধরনের ঝুঁকি নেওয়ার বাজি খেলবে না পাকিস্তান। ফলে একাদশে জায়গা হতে পারে মোহাম্মদ হাসনাইন অথবা হাসান আলির। অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামবে হংকং।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার জামান, খুশদিল শাহ, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ ও শাহনওয়াজ দাহানি।
হংকংয়ের সম্ভাব্য একাদশ: নিজাকাত খান (অধিনায়ক), বাবর হায়াত, ইয়ানিম মুরতাজা, কিঞ্চিত শাহ, স্কট ম্যাকেসনি (উইকেটরক্ষক), হারুন আরশাদ, আইজাজ খান, জিশান আলি, এহসান খান, আয়ুশ শুকলা, মোহাম্মদ গাজানফার।
-নট আউট/এমআরএস