03/13/2025 টি-টোয়েন্টিতে আমাদের আরও স্মার্ট হতে হবে : আকরাম খান
নট আউট ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২২ ০৪:৪০
নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান মনে করেন টাইগারদের টি-টোয়েন্টি ক্রিকেটে আরও স্মার্ট হতে হবে। এছাড়াও শ্রীলংকা ম্যাচে সাকিবদের অনেক ভুল ছিল বলে মনে করেন তিনি।
শুক্রবার (২ সেপ্টেম্বর) চাঁদপুরে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে করাম খানের ভাষ্যে, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমাদেরকে আরও স্মার্ট হতে হবে। আমরা যে ভুল করি, তা অন্যান্য দলগুলো অনেক কম করে। শেষ ম্যাচে আমরা নো-ওয়াইডে অনেক রান দিয়েছি। তবে বোলিং করলে নানান কারণে এটি হতে পারে। এগুলো কমিয়ে আনতে হবে এবং যত কম করব, আমরা তত বেশি ম্যাচ জিততে পারব।
তিনি যোগ করেন, একটি বিষয় আমার ভালো লেগেছে যে আগের ম্যাচের চেয়ে শেষ ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করেছে। ম্যাচটি পুরোপুরি আমাদের আয়ত্বে ছিল। তবে শেষ দুই-তিনটি ওভারে আমরা হেরে গেছি। এভাবে যদি পারফর্ম করতে পারি তাহলে দিনে দিনে আমাদের খেলা আরও উন্নত হবে।
আরও পড়ুনঃ ইনজুরিতে শেষ জাদেজার এশিয়া কাপ
আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট ও শ্রীলংকার বিপক্ষে ২ উইকেটের হারে বিদায় ঘটেছে বাংলাদেশ দলের। সুপার ফোরে আফগানিস্তানের সঙ্গী শ্রীলংকা। অপরদিকে এ গ্রুপ থেকে ভারত নিশ্চিত করেছে সুপার ফোর।
-নট আউট/এমআরএস