03/13/2025 গ্রুপ পর্ব শেষে সুপার ফোরের সময়সূচি
নট আউট ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩২
নট আউট ডেস্কঃ এশিয়া কাপের চলতি আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে পাকিস্তান-হংকং ম্যাচ দিয়ে। শনিবার (৩ সেপ্টেম্বর) শুরু হবে সুপার ফোরের লড়াই। এই লড়াইয়ের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা-আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ এ থেকে হংকং এবং গ্রুপ বি থেকে বাদ পড়েছে বাংলাদেশ। সুপার ফোরের চারটি দল যথাক্রমে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছিল আফগানিস্তান। গ্রুপ পর্বে ভারত ও আফগানিস্তান দুইটি করে এবং পাকিস্তান ও শ্রীলংকা একটি করে ম্যাচে জয় পায়।
সুপার ফোরে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
গ্রুপ পর্ব শেষে সুপার ফোরের সময়সূচিঃ
তারিখ | দল | সময় | ভেন্যু |
৩ সেপ্টেম্বর | আফগানিস্তান- শ্রীলঙ্কা | রাত ৮টা | শারজাহ |
৪ সেপ্টেম্বর | ভারত-পাকিস্তান | রাত ৮টা | দুবাই |
৬ সেপ্টেম্বর | ভারত-আফগানিস্তান | রাত ৮টা | দুবাই |
৭ সেপ্টেম্বর | পাকিস্তান-শ্রীলংকা | রাত ৮টা | দুবাই |
৮ সেপ্টেম্বর | ভারত-শ্রীলংকা | রাত ৮টা | দুবাই |
৯ সেপ্টেম্বর | আফগানিস্তান-পাকিস্তান | রাত ৮টা | দুবাই |
ফাইনাল |
১১ সেপ্টেম্বর (রোববার) | সুপার ফোর রাউন্ডের এক নম্বর দল বনাম সুপার ফোর রাউন্ডের দুই নম্বর দল | দুবাই |
-নট আউট/এমআরএস