03/15/2025 মুশফিকের বিদায়ে হৃদয় ব্যথিত রিয়াদের
নট আউট ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২২ ০১:৩২
নট আউট ডেস্কঃ ক্রিকেটাঙ্গনে সমালোচনার ঝড় চলছে গত কয়েকদিন ধরেই। চলমান এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্ব থেকে বিদায়ে, মুশফিকুর রহিমের দায় দেখছেন অনেকেই। ব্যাট হাতে দুই ম্যাচেই এই তারকা ব্যাটার করেছেন চরম হতাশ, সর্বসাকুল্যে নিয়েছেন ৫ রান। তবে অনেক বেশিই পুড়িয়েছে মুশফিকুর রহিমের কিপিংটা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কিপিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছেড়েছেন। সেই মাশুল বাংলাদেশ দিয়েছে ম্যাচ হেরে।
৩৫ বছরের অভিজ্ঞ ক্রিকেটার দেশের জার্সিতে খেলেছেন একশ'র বেশি টি-টোয়েন্টি। তবে কখনোই ব্যাট হাতে ছিলেন না ধারাবাহিক। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটা ম্যাচেই দলকে জেতাতে মূখ্য ভূমিকা পালন করেছেন তিনি। ১৯ গড় আর ১৫০০ রান সেই কথাই বলে, কতটা নিষ্প্রাণ ছিলেন টি-টোয়েন্টিতে মুশফিক। এই নিয়ে বহুবারই পড়েছেন সমালোচনার তোপে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও উঠেছিল সেই ঝড়। কিন্তু হাল ছাড়েননি।
বরাবরই সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মুশফিক টি-টোয়েন্টিতে খেলে গেছেন দেদারসে। তবে এবার আর সমালোচনা এড়িয়ে যেতে পারলেন না৷ এশিয়া কাপ মিশন শেষে দেশে ফেরার পরদিনই, দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায়৷ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এই ঘোষণা দেন তিনি।
এদিকে মুশফিকের বিদায়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্ত সমর্থকরা। কেউ কেউ মুশফিকের এমন সিদ্ধান্তকে জানিয়েছেন সাধুবাদ, আবার কেউ কেউ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার করেছেন আহ্বান। তবে মুশফিকের টি-টোয়েন্টিকে বিদায় বলা একটু বেশিই পোড়াচ্ছে সতীর্থদের।
মুশফিকুর রহিমের বিদায়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহ রিয়াদরা দিয়েছেন আবেগঘন বার্তা। রিয়াদ বলেছেন,‘প্রিয় মুশফিক, আপনার এমন ঘোষণা আমার জন্য এটা হৃদয়বিদারক। আপনার সাথে টি-টোয়েন্টি খেলতে পেরে আমি আনন্দিত। আপনার কাজ যেকোনো ক্ষেত্রে সবসময় অনুপ্রেরণা দায়ক।’
এদিকে পেসার রুবেল হোসেন লিখেন, ‘ধন্যবাদ মিস্টার ডিপেন্ডেবল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা কিন্তু এটাও সত্য আপনাকে বাংলাদেশ মিস করবে।’
নুরুল হাসান সোহান বলেন, ‘মাঠে এবং মাঠের বাইরে আপনি সবসময়ই আমাদের অনুপ্রেরণা। আগামী দিনের জন্য শুভ কামনা।’
শুভকামনা জানিয়েছেন আফিফ হোসেনও। তিনি বলেন, ‘আশা করি আপনার ভবিষ্যৎ যাত্রা আরো সফল হোক মুশফিকুর রহিম ভাই।’
এছাড়া মুশফিককে কিংবদন্তি আখ্যা দিয়ে শুভকামনা জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
-নট আউট/টিএ