03/15/2025 রাতেই যুক্তরাষ্ট্র উড়াল দিচ্ছেন সাকিব
স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২২ ০২:২৬
স্পেশাল করেসপন্ডেন্টঃ এশিয়া কাপে ব্যর্থ মিশনের পর দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। ঢাকায় আসার একদিন পরই টি-২০ থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য ১২ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু হবে ক্রিকেটারদের। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরামের ক্যাম্পে যোগ দিবেন ক্রিকেটাররা। তবে এই ক্যাম্পে থাকবেন না সাকিব আল হাসান। তা বিসিবি আগেই জানিয়েছে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব অবশ্য এখন ঢাকায় রয়েছেন। যদিও মঙ্গলবার রাতেই দেশ ছাড়বেন বাঁহাতি এই অলরাউন্ডার। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন সাকিব। বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
সরাসরি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাচ্ছেন সাকিব। তারপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলবেন তিনি। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার কথা সাকিবের।
সিপিএলে খেলা শেষ করে আগামী মাসে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সময় বাংলাদেশ দলে যোগ দিবেন সাকিব। সিপিএল খেলতে বিসিবির ছাড়পত্রও পেয়েছেন তিনি। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এ বিষয়ে বলেছেন, ‘অনেক আগেই সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। সে সিপিএল খেলে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারবে।’
-নট আউট/এমজেএ/টিএ