03/14/2025 আগস্টের সেরার তালিকায় রাজার সঙ্গী স্টোকস, স্যান্টনার
নট আউট ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪৫
নট আউট ডেস্কঃ গেল মাস স্বপ্নের মতই কেটেছে জিম্বাবুয়ের মহাতারকা সিকান্দার রাজার। বাংলাদেশের বিপক্ষে টানা শতক হাকানোর পর শতকের দেখা পেয়েছিল ভারতের বিপক্ষেও। এমন পারফর্মন্সে জায়গা পেয়েছেন আইসিসির আগস্ট মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায়। রাজা ছাড়াও রয়েছেন ইংলিশ টেস্ট অধিনায়ক বেন স্টোকস এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।
বেন স্টোকস সাদা পোষাকে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ম্যানচেস্টারে দক্ষিন আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচে করেন ১০৩ রান। এছাড়াও বল হাতে নিয়েছেন তিন উইকেট। যার ফলে তিনিও জায়গা পেয়েছেন এই তালিকায়।
এদিকে নিউজিল্যান্ডকে আট ম্যাচের ছয়টিতে জয় এনে দেওয়ার কারিগর মিচেল স্যান্টনার সঙ্গী হয়েছেন রাজা ও স্টোকসের।
মেয়েদের সেরার তালিকায় আছেন ভারতের জেমিমা রদ্রিগেজ, অস্ট্রেলিয়ার বেথ মুনি ও তাহলিয়া ম্যাকগ্রা।
-নট আউট/এমআরএস