03/13/2025 কিছু একটা জিতে দেখাও বাংলাদেশ
নট আউট ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২২ ০৪:৩২
নট আউট ডেস্কঃ বাংলাদেশ আন্তর্জাতিক ময়দানে খেলছে দীর্ঘসময় ধরে। এসময়ে দেশটির ক্রিকেটারদের ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ হলেও আসেনি দলীয় সফলতা। বৈশ্বিক আসরে করতে পারেনি নিজেদের শ্রেষ্ঠ। এশিয়া কাপ বিজয়ীদের তালিকাতেও নেই তারা। ভারতীয় বিশ্লেষক আকাশ চোপড়ার চাওয়া কিছুতো জিতে দেখাও বাংলাদেশ।
আকাশ চোপড়া বলেন, 'হায় বাংলাদেশ! কিছু একটাতো জেতো! আমি ব্রডকাস্টারে অনেক কথা বলতে পারি না, কিন্তু নিজের চ্যানেলে বলতে পারি। কিছুতো জিতে দেখাও। এই দলে অনেক বড় বড় খেলোয়াড় আছে। দশ বছর আগে তারা বলতো, এই খেলোয়াড়েরাই আমাদের এগিয়ে নিয়ে যাবে, তারা এখনও বলে তারা (খেলোয়াড়েরা) আমাদের এগিয়ে নিয়ে যাবে। পৃথিবী এগিয়ে গেছে কিন্তু তারা (বাংলাদেশ দল) পেছনেই রয়ে গেছে।'
বাংলাদেশ দল দেশ ও বিদেশের মাটিতে জিতেছে অসংখ্য ম্যাচই। তবে প্রাপ্তির শতভাগ পূরণে যেটি দরকার সেটির কোটা শতভাগই শূণ্য। জাতীয় দলের বারবার ব্যর্থতায় আস্থা হারালেও সমর্থকরা ঠিকই অপেক্ষায় আছে সুদিনের। আধার কেটে আসবে ভোরে সূর্য। তবে এই সূর্য কবে আসবে তা জানে না কেউই।
চলতি এশিয়া কাপে অভিজ্ঞতার বিচারে বাংলাদেশ ছিল সবার উপরে। তবে পারফর্মন্সের হিসাব-নিকাশে সবার পেছনেই। গেল তিন আসরের রানার্সআপ দল এবার বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।
-নট আউট/এমআরএস