03/13/2025 ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ থাকলেও মুখোমুখি হতে উন্মুখ শানাকা
নট আউট ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩০
নট আউট ডেস্কঃ এশিয়া কাপের ৭ বারের চ্যাম্পিয়ন ভারত ও ৫ বারের চ্যাম্পিয়ন শ্রীলংকার মুখোমুখি লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। জিতলে ফাইনাল খেলার বড় দাবিদার হয়ে যাবে শ্রীলংকা, অপরদিকে টূর্ণামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই ভারতের। ফলে এই ম্যাচকে অলিখিত সেমিফাইনাল বললেও খুব একটা ভুল হওয়ার কথা নয়।
সুপার ফোরে আফগানিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা লঙ্কান দলপতি সমীহ করছেন ভারতকে। তবে মুখোমুখি হতে উম্মুখ হয়ে আছেন বলেও জানিয়েছেন। শানাকা বলেন, ‘ভারতীয় দলে কে আছে সেটা কোনও ব্যাপার নয়। আইপিএল ও বিশ্বজুড়ে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাদের। তাদের শরীরী ভাষা ও মানসিকতা আন্তর্জাতিক মঞ্চে যে কোনও দলকে হারানোর মতো। আমরা সবাই ভালোভাবে প্রস্তুত এবং তাদের মুখোমুখি হতে উন্মুখ।’
তিনি আরও বলেন বলেন, ‘আগের ম্যাচে (পাকিস্তানের বিপক্ষে) তাদের খুব ভালো দল ছিল। এই মুহূর্তে তারা চাপে আছে বলা যাবে না। কারণ তারা খুব ভালো ক্রিকেট খেলছে। আমাদের দৃষ্টিভঙ্গি অন্য ম্যাচের মতোই থাকবে, ইতিবাচকভাবে খেলবো।’
এশিয়া কাপের ১৫তম আসরের আয়োজক শ্রীলংকা। টূর্ণামেন্ট শুরু হওয়ার আগে লঙ্কান অধিনায়ক বলেছিলেন দেশটির মানুষের জন্য এবারের ট্রফি জিততে চায় তারা। সেই চাওয়া পূরণে এক ধাপ এগিয়ে যেতে আজকের ম্যাচে জয়ের সন্ধানেই নামবে দলটি।
-নট আউট/এমআরএস