03/13/2025 ফেসবুকে সমালোচনার চাপ নিতে পারছেন না ক্রিকেটাররা!
নট আউট ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৫
নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে আলোচনা-সমালোচনার অনেকটাই হয়ে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে। ক্রিকেটারদের নিয়ে ট্রলের মার্তা পৌঁছে গিয়েছে ভিন্ন পর্যায়ে। মাঠের পারফর্মেন্স খারাপ হলে কখনো কখনো অনেকে সামনে আনে ক্রিকেটারদের পরিবারকেও। উপচে পড়া সমালোচনার চাপ যে ক্রিকেটারদের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং ক্রিকেটাররা সেই চাপ নিতে পারেনা তা বিশ্বাস করেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তাই অকপটে বলেছেন, তারা কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপ নিতে পারে না।
এশিয়া কাপ থেকে ফিরে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছেন মুশফিকুর রহিম। শ্রীলংকার বিপক্ষে তার ক্যাচ মিসের কারনে দল হেরেছে বলে মনে করেন অনেকে। কারও মতে আবার সব দোষ মুশফিকের নয়। এদিকে বিসিবি প্রধান মনে করেন মুশফিকের অবসরে বড় প্রভাব ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
মুশফিকের সিদ্ধান্ত প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে পাপন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হতে পারে। এটা হবেই। কিন্তু তারা কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপ নিতে পারে না। ’
ক্রিকেট বাঙালীর আবেগের জায়গা। কারন দেশে অন্যান্য খেলায় তেমন সফলতা নেই যা আছে ক্রিকেটে। জয়-পরাজয়ের এই খেলায় দিন শেষে অপরাধী হয় ক্রিকেটাররাই। আবেগের জায়গা থেকেই অনেকে অনেক ধরনের মন্তব্যই করে। তবে ক্রিকেটের স্বার্থে তা কমানোর সময় এসেছে।
-নট আউট/এমআরএস