03/13/2025 গ্রিন-ক্যারির ব্যাটে ঘাম ঝরিয়ে জয় অজিদের
নট আউট ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২২ ০৫:৩০
নট আউট ডেস্কঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটায় কষ্টার্জিত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এদিন নিউজিল্যান্ডের করা ২৩২ রানের জবাবে, শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। এরপর ক্যামেরুন গ্রিন ও অ্যালেক্স ক্যারির ম্যারাথন জুটিতে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যারন ফিঞ্চের দল।
কিউইদের করা ২৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে, শুরুতেই ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির তোপের মুখে পড়ে অজিরা। তাতেই বোর্ডে মাত্র ৪৪ রান তুইতেই টপ অর্ডারের পাঁচ ব্যাটারকেই হারিয়ে বসে তারা। ৬ষ্ঠ উইকেটে দলের হাল ধরেন অ্যালেক্স ক্যারি ও ক্যামেরুন গ্রিন। এই দু'জনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করে অস্ট্রেলিয়া।
ক্যারি-গ্রিনের ব্যাটে চড়েই দলীয় একশ পার করে লড়াইয়ে ফেরে তারা। এরপর শক্ত প্রতিরোধ গড়ে দু'জনই পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। ততক্ষণে দলীয় সংগ্রহ দেড় শ পার করে তারা। এরপর এই দু'জনের ব্যাটে জয়ের স্বপ্ন বুনতে শুরু করে অজিরা৷ দুর্দান্ত ব্যাট করা ক্যারি তখন দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে ছুটছিলেন নিজের সেঞ্চুরির দিকেই। তবে দলীয় দুইশো পার করতেই লুকি ফার্গুসনের শিকার হয়ে ফিরেন তিনি। ১৫ রানের জন্য নিজেও বঞ্চিত হন শতক থেকে। ৮ চার ও ১ ছক্কায় ৯৯ বলে ৮৫ রান করেন ক্যারি।
এরপর ৫ রানের ব্যবধানে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্কের উইকেট হারিয়ে ফের বিপাকে পড়ে অজিরা। তবে এই যাত্রায় আবারও দলের হাল ধরেন ক্যামেরুন গ্রিন, তাকে যোগ্য সঙ্গ দেন অ্যাডাম জাম্পা। তাতেই ৫ ওভার ও ২ উইকেট হাতে রেখে ঘাম ঝরিয়ে জয় তুলে নেয় অজিরা৷ ১০ চার ও ১ ছক্কায় ৯২ বলে হার না মানা ৮৯ রান আসে গ্রিনের ব্যাট থেকে৷ অ্যাডাম জাম্পা করেন ১৩ রান। নিউজিল্যান্ডের পক্ষে ৪ উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট। ম্যাট হেনরি ও লুকি ফার্গুসন নেন ২ টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করে, নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩২ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার ডেভন কনওয়ে। অধিনায়ক কেন উইলিয়ামস ৪৫ ও ল্যাথামের ব্যাট থেকে আসে ৪৩ রান। এছাড়া ড্যারিল মিচেল করেন ২৬ রান৷ অস্ট্রেলিয়ার পক্ষে ৪ উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল। জস হ্যাজেলউডের শিকার ৩ উইকেট।
-নট আউট/টিএ