03/14/2025 পাকিস্তান জিতলেই ভারতের বিদায়
স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৭
স্পেশাল করেসপন্ডেন্ট: চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছিল ভারত। গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে সুপার ফোর পর্বে উঠেছিল ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন ভারতকে টুর্নামেন্টের ফাইনালেই দেখছিলেন অনেকে।
কিন্তু সুপার ফোর পর্বে এসে পথ হারিয়েছে রোহিত শর্মার দল। টানা দুই ম্যাচ হেরে এখন টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে ভারত। মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে ভারতের বিদায়ের ধ্বনি বেজে গেছে।
গত ৪ সেপ্টেম্বর পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছিল তারা। এবার মঙ্গলবার শ্রীলঙ্কার কাছেও ৬ উইকেটে পরাজয় বরণ করে ভারত। সুপার ফোর পর্বে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে পড়েছে রোহিত-কোহলিরা।
তবে তাদের ফাইনাল খেলার ক্ষীণ সম্ভাবনা এখনও রয়েছে। সেটা শুধু কাগজে-কলমে। এবং বলা বাহুল্য যে, তা শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য।
কারণ বুধবার সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শারজায় পাকিস্তানের বিপক্ষে খেলবে
আফগানিস্তান। এই ম্যাচে আফগানরা জিতলে টিকে থাকবে ভারতের ফাইনাল খেলার আশা। আর যদি পাকিস্তান জয় পায়, তাহলে ভারতের বিদায় নিশ্চিত হয়ে যাবে। তখন আগামী ৮ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচটা হয়ে যাবে শুধুই আনুষ্ঠানিকতার মঞ্চ।
দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কা ইতোমধ্যে ফাইনালে এক পা দিয়ে রেখেছে। সুপার ফোর পর্বের শীর্ষ দল এখন লঙ্কানরা।
-নট আউট/এমজেএ/এমআরএস