03/17/2025 টি-টোয়েন্টি বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা ডাচদের
নট আউট ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২২ ২০:৩০
নট আউট ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চর্তুথ দল হিসেবে স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞদের দলে ফিরিয়েই অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলতে যাচ্ছে ডাচরা। দলে ফিরেছেন ভ্যান ডার মেরওয়ে, কলিন অ্যাকারম্যানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
বিশ্বকাপে ডাচদের নেতৃত্বে থাকবেন স্কট এডওয়ার্ডস। সম্প্রতি দারুণ ফর্মেও রয়েছেন এই তারকা ব্যাটার। ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান, ভ্যান বেকের মতো পেসারদের উপস্থিতি শাক্তি বাড়িয়েছে ডাচদের। দলে রয়েছেন ম্যাক্স ও'ডিড এর মতো তারকা পারফর্মাররাও।
মাস দুয়েক আগেই বুলাওয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে ফাইনাল খেলেই বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করেছে ডাচরা। যদিও ফাইনালে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে হারতে হয়েছিল স্কুট এডওয়ার্ডসের দলকে।
এদিকে বিশ্বকাপে স্কোয়াড ঘোষণার পর দলটির প্রধান কোচ রায়ান কুক বলেছেন,‘আমরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তারুণ্য এবং অভিজ্ঞতার উত্তেজনাপূর্ণ মিশ্রণের সাথে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করেছি।’
উল্লেখ্য, মূল পর্বে খেলতে হলে ডাচদের টপকাতে হবে প্রথম রাউন্ডের বাঁধা। যেখানে তাদের লড়তে হবে শক্তিশালী শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে। এই গ্রুপ থেকে শীর্ষ দুই দল জায়গা করে নিবে বিশ্বকাপের মূল পর্বে।
নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বেক, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিডে, পল ভ্যান মিকেরেন, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডিড, টিম প্রিংলে এবং বিক্রম সিং।
-নট আউট/টিএ