03/13/2025 শামিকে না রেখে ভুল করেছে ভারত!
নট আউট ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪১
নট আউট ডেস্কঃ আইপিএল পারফর্মন্সে আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। অথচ এবারে চ্যাম্পিয়ন দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়া মোহাম্মদ শামির জায়গা হয়নি দলে। এশিয়া কাপে শামিকে দলে না রেখে ভুল করেছে ভারত এমনটিই মনে করেন মহম্মদ আজহারউদ্দিন।
এবারের এশিয়া কাপে ইনজুরির কারনে ভারত হারিয়েছে তাদের সেরা পেসার জসপ্রীত বুমরাহকে। এছাড়াও একই কারনে পাওয়া যায়নি হার্শেল প্যাটেলকে। চাপের সময়ে নিজেকে কার্যকরী করতে পারেননি ভুবনেশ্বর কুমার। শেষ দিকে আর্শদীপ সিং চেষ্টা করলেও মিলেনি সফলতা। এশিয়া কাপে ভারতের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন সাবেকদের অনেকেই।
মহম্মদ আজহারউদ্দিন বলেন, “সিনিয়র ক্রিকেটার দলে থাকা সব সময় ভাল। বুমরা যখন দলে নেই, সেখানে শামিকে প্রয়োজন ছিল। কেন নেওয়া হল না জানি না। ওর অভিজ্ঞতা কাজে লাগত।”
দলটির সাবেক নির্বাচক বলেন “শামি থাকলে অবশ্যই ভাল হত। নতুন বলে ও উইকেট নিতে পারত। শামির অভিজ্ঞতা কাজে লাগত ভারতের।
শামি ভারতের জার্সিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের বিশ্বকাপে। এরপর এই সংস্করণে না খেললেও খেলেছেন বাকি দুই সংস্করণে। এবার দাবি উঠেছে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে তাকে রাখা নিয়ে।