03/14/2025 তোমার ব্যাটটা আমাকে দাও, বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দাও’
নট আউট ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৯
নট আউট ডেস্কঃ ম্যাচের কুড়িতম ওভারের প্রথম দুই বল লং অফের উপর দিয়ে ছক্কা হাকিয়ে ম্যাচের নায়ক বনে যান পাকিস্তান তরুণ তুর্কী নাসিম শাহ। আফগানিস্তানের বিপক্ষে এক উইকেটের জয়ে দল ফাইনাল খেলা নিশ্চিত করেছে। ম্যাচ শেষে এই পেসার জানিয়েছেন নিজের আত্মবিশ্বাসের কথা।
নাসিম বলেন, ‘আমি যখন ব্যাট করতে গেলাম, তখন ভেবেছিলাম সিঙ্গেল নিয়ে আসিফ আলীকে স্ট্রাইক দেব। তবে আসিফ আলী আউট হয়ে যাওয়ার পর আমার বিশ্বাস ছিল ছক্কা মারতে পারব। আমি অনুশীলন (ছক্কা মারা) করি এবং আমি জানতাম সে (ফারুকি) হয়তো ইয়র্কার করতে যাচ্ছে। আমার ব্যাটটা বেশি ভালো ছিল না। আমি সেটা হাসনাইনের সঙ্গে বদল করি। তাকে বলি, তোমার ব্যাটটা আমাকে দাও আর বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দাও। ’
৪ বলে ১৪ রানে অপরাজিত থাকেন নাসিম। ফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পাকিস্তানের জয়ের ফলে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে ভারত ও আফগানিস্তানের।
-নট আউট/এমআরএস