03/14/2025 পাকিস্তান জুনিয়র লিগে বাংলাদেশের আরিফুল
নট আউট ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২২ ০৭:৩৬
নট আউট ডেস্ক: পাকিস্তান জুনিয়র টি-টোয়েন্টি লিগ(পিজেএল)- এ দল পেয়েছেন টাইগার তরুণ তুর্কী আরিফুল ইসলাম৷ গেল যুব বিশ্বকাপে টানা দুই শতক হাকিয়ে নজরে এসেছিলেন তিনি৷ ড্রাফট থেকে ‘প্রিমিয়ার’ ক্যাটাগরিতে আরিফুলকে দলে নিয়েছে গুজরানওয়ালা জায়ান্টস।
দলটির মেন্টর হিসেবে আছেন অলরাউন্ডার শোয়েব মালিক। হেড কোচের দায়িত্বে ইজাজ আহমেদ। আর বোলিং কোচ হিসেবে দেখা যাবে আইজাজ চিমাকে।
প্লেয়ার্স ড্রাফটে এলিট, প্রিমিয়ার, এক্স-ফ্যাক্টর এই তিন ক্যাটাগরি করা হয়। বিদেশি খেলোয়াড়ের ড্রাফট তালিকায় ছিলেন ১৭৫ জন।
আরিফুলের পাশাপাশি ড্রাফটে বাংলাদেশীদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ আল মামুন, আরিফুল ইসলাম, জিসান আলম, নাইমুর রহমান নয়ন, প্রান্তিক নওরোজ নাবিল৷ তবে তারা কেউ দল পায়নি৷
৬ দল নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে যাত্রা শুরু হচ্ছে পাকিস্তান জুনিয়র লীগের। দল ছয়টি হলো বাহাওয়ালপুর রয়্যালস, গুজরানওয়ালা জায়ান্টস, গওয়াদার শার্কস, হায়দরাবাদ হান্টার্স, মারদান ওয়ারিয়র্স, রাওয়ালপিন্ডি রাইডার্স।
-নট আউট/এমআরএস