03/14/2025 বিশ্বকাপে বাবরদের মেন্টর ম্যাথু হেইডেন
নট আউট ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২২ ০৫:০৬
নট আউট ডেস্কঃ আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে পাকিস্তান দলের মেন্টর হিসেবে থাকনে সাবেক অজি তারকা ম্যাথু হেইডেন। গেল বিশ্বকাপেও দলটির সাথে ছিলেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী তিনি ১৫ অক্টোবর ব্রিসবেনে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন।
মেন্টরের দায়িত্ব প্রসঙ্গে হেইডেন বলেছেন, 'পাকিস্তান দলের সঙ্গে আবার যোগ দিতে পারব ভেবেই খুব উত্তেজিত লাগছে। অপেক্ষা করতে পারছি না। পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি এবং খেলাটা নিয়ে ওদের আগ্রহ দুর্দান্ত। এশিয়া কাপে ওদের পারফরম্যান্সের দিকে নজর রাখছি। ভারতকে বাবররা দারুণভাবে হারিয়ে দিয়েছে।
বিশ্বকাপ প্রসঙ্গে তিনি যোগ করেন, অস্ট্রেলিয়ার পরিবেশে পাকিস্তানের ক্রিকেটারদের মানিয়ে নিতে সমস্যা হবে বলে মনে হয় না। তারা যে ধরনের ক্রিকেট খেলে সেটা অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানানসই। দলটিতে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে। আশা করব টি-টোয়েন্টি বিশ্বকাপে ওরা ভালো করবে। '
হেইডেন প্রসঙ্গে রমিজ রাজা বলেন, 'পাকিস্তান দলে হেইডেনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তার যোগ্যতা এবং দক্ষতা সম্পর্কে সবাই জানে। অস্ট্রেলিয়ার পরিবেশ এবং উইকেট সম্পর্কে তার বিশাল অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে পারবে হেইডেন। আমাদের দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। ওদের সঙ্গে কাজ করে হেইডেন খুশি হবে বলেই আশা করি। '
-নট আউট/এমআরএস