03/15/2025 ধর্ষণের অভিযোগে নিষিদ্ধ নেপাল অধিনায়ক; গ্রেপ্তারি পরোয়ানা জারি
নট আউট ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৯
নট আউট ডেস্কঃ নেপালের জাতীয় দলের অধিনায়ক সন্দ্বীপ লামিচানেকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। মূলত এই নেতার বিপক্ষে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার কারনে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যদিও লামিচানে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগ ওঠার পরও চুপচাপ ছিল নেপাল ক্রিকেট বোর্ড। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জরুরি বৈঠক ডেকে লামিচানেকে নিষিদ্ধ করা হয়।
লামিচানে বলেন, 'আমি নির্দোষ এবং নেপালের আইনের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখি। সিদ্ধান্ত নিয়েছি সিপিএল থেকে ছুটি নিয়ে কয়েক দিনের মধ্যে দেশে ফিরব। সব কটি ভিত্তিহীন অভিযোগের মোকাবিলা করতে আমি প্রস্তুত। '
গত ২২ আগস্ট কেনিয়া সফর ও সিপিএল খেলার উদ্দেশে কাঠমান্ডু ছাড়েন লামিচানে। তার আগের রাতে ওই কিশোরীকে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ। নেপালের গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, লামিচানের বিরুদ্ধে ইতোমধ্যেই প্রমাণ সংগ্রহে মাঠে নেমেছে কাঠমান্ডু পুলিশ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট জায়গার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দেশে ফেরার সাথে সাথেই গ্রেপ্তার হতে পারেন এই মিস্ট্রি স্পিনার।
-নট আউট/এমআরএস